Saturday, August 2, 2025
Homeআন্তর্জাতিকখলিস্তানি হুমকির পরই কানাডায় বসবাসকারী ভারতীয়দের সাবধানবাণী নয়াদিল্লির

খলিস্তানি হুমকির পরই কানাডায় বসবাসকারী ভারতীয়দের সাবধানবাণী নয়াদিল্লির

হিন্দুরা দেশ ছাড়ো, হুঁশিয়ারি এসএফজে-র

Follow Us :

ওটায়া: ভারতীয় বংশোদ্ভূত (Indian Origin) হিন্দুদের কানাডা (Indo-Canadian) ছাড়ার হুমকি দিল শিখস ফর জাস্টিস (SFJ)। প্রায় সঙ্গে সঙ্গেই নয়াদিল্লির তরফে ভারতীয় বংশোদ্ভূত, প্রবাসী নাগরিক এবং পড়ুয়াদের প্রতি সাবধানবাণী (Advisory) দেওয়া হল। প্রসঙ্গত এখানে বলা যায়, কানাডার তৃতীয় বৃহত্তম ধর্ম হল হিন্দু (Hindu)। দেশের প্রায় ২.৩ শতাংশ মানুষ হিন্দু। ২০২১ সাল পর্যন্ত হিসাব অনুযায়ী ৮ লক্ষ ২৮ হাজারের বেশি কানাডিয়ান হিন্দু।

উল্লেখ্য, ভারতে নিষিদ্ধ খলিস্তানপন্থী এই জঙ্গি সংগঠনের আইনি উপদেষ্টা গুরপতওয়ান্ত পান্নুন হিন্দুদের কানাডা ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে। প্রসঙ্গত, সংগঠনের প্রধান নিজ্জর (Khalistani terrorist Hardeep Singh Nijjar) খুনের বিষয়ে ভারতীয় আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলিকে দোষারোপ করে খোদ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টে বিবৃতি দেওয়ায় উৎসাহ পেয়ে গিয়েছে খলিস্তানিরা।

আরও পড়ুন:সংবিধানের প্রস্তাবনা থেকে ‘সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ’ শব্দ উধাও?

এর প্রেক্ষিতে বুধবার ভারতের (Indian Government) তরফে জারি করা এক পরামর্শ-বার্তায় বলা হয়েছে, খুব সতর্ক থাকবেন। কানাডায় ক্রমবর্ধমান ভারত বিরোধী কার্যকলাপ এবং রাজনৈতিক মদতে ঘৃণা ও হিংসাত্মক কাজকারবার চলছে। তাই দেশের বিদেশমন্ত্রকের (Ministry of External Affairs) মুখপাত্র অরিন্দম বাগচী (Arindam Bagchi) এক্স বার্তায় সেই সাবধানবাণীটি শেয়ার করেছেন। তাতে বলা হয়েছে, যাঁরা ভারত বিরোধী সংগঠনের বা মতবাদের বিরোধিতা করছেন, তাঁদের হুমকি দেওয়া হতে পারে। ভারতীয়দের কানাডায় যেতে, সেদেশে অতিরিক্ত ঘোরাঘুরি করতে নিষেধ করা হয়েছে। যে সমস্ত পড়ুয়া ওখানে রয়েছেন, তাঁদের বিশেষ করে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয়দের ওটায়ার হাইকমিশন কিংবা টরন্টো এবং ভ্যাঙ্কুভারের কনসুলেট জেনারেলের কাছে ওয়েবসাইটের মাধ্যমে নাম নথিভুক্ত করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যাতে কোনও রকম বিপদ বা অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সহযোগিতা করা যায়।

২০১৯ সালে ভারতে নিষিদ্ধ করা হয় এসএফজে-কে। কিন্তু, বিদেশের মাটিতে বিশেষত কানাডায় ঘাঁটি গেড়ে তারা এখনও সন্ত্রাসী চক্রান্ত চালিয়ে যাচ্ছে। সেদেশে বহু শিখকে তারা একছাতার তলায় নিয়ে এসেছে। এসএফজে প্রধান হরদীপ সিং নিজ্জরের খুনকে ভারত সমর্থন করায় কানাডায় বসবাসকারী হিন্দু বংশোদ্ভূতদের দেশ ছাড়ার হুমকি দিয়ে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। রাতারাতি সেটা ভাইরাল হয়ে গিয়েছে।

পান্নুনের ওই ভিডিয়োয় বলা হয়েছে, ভারতীয় হিন্দুরা কানাডা ছাড়ো। ভারতে ফিরে যাও। তোমরা মনে মনে ভারতকে সমর্থন করো। শুধু তাই নয়, খলিস্তানপন্থী শিখদের মত ও বাকপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিতে চাও। এ বিষয়ে কানাডিয়ান হিন্দুস ফর হারমোনি নামে একটি সংগঠনের মুখপাত্র বিজয় জৈন বলেন, পান্নুনের এই হুমকি খুবই উদ্বেগজনক। আমরা আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছি। তিনি আরও বলেন, ট্রুডোর মন্তব্যে এরা আরও উসকে উঠেছে। আমাদের ভয় হচ্ছে যে, ১৯৮৫ সালের হিন্দু নিধনের মতো ঘটনা যাতে ফের না ঘটে।

প্রসঙ্গত, জি ২০ সম্মেলনের কানাডা-ভারত মধুচন্দ্রিমা শেষ হয় গত সোমবার। কানাডার মাটিতে খলিস্তানপন্থী নেতাকে খুনের পিছনে ভারতের হাত আছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর তোলা এই অভিযোগের পরেই দুদেশের সম্পর্ক তলানিতে ঠেকে। প্রথমে কানাডার ওটায়াস্থিত ভারতীয় রাষ্ট্রদূতকে বিতাড়িত করার পরপরই ভারতও কানাডার দূতকে দেশছাড়া করে। গত জুন মাসে কানাডার নাগরিক এবং খলিস্তানপন্থী শিখনেতা হরদীপ সিং নিজ্জরকে খুন করা হয়। সেই ঘটনার নেপথ্যে ভারতের যোগ রয়েছে বলে বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে, যার তদন্ত হবে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।

এ বিষয়ে কানাডার পার্লামেন্টে ট্রুডো বলেন, গত কয়েক সপ্তাহ ধরে কানাডার গোয়েন্দা সংস্থাগুলি বেশকিছু বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ হাতে পেয়েছে। যার ভিত্তিতে দেখা যাচ্ছে কানাডার নাগরিক নিজ্জরের খুনের সঙ্গে ভারতীয় চরদের যোগসূত্র মিলেছে। এনিয়ে তাঁর সরকার পদক্ষেপ নেবে। খুনের সঙ্গে জড়িতদের শাস্তি পেতেই হবে। এরপরেই কানাডা প্রশাসন ভারতীয় কূটনীতিককে দেশছাড়া করে। বিদেশমন্ত্রী মেলানি জোলি তাঁকে কানাডাস্থিত ভারতীয় চর সংস্থার প্রধান বলে বর্ণনা করেন।

তিনি জানান, ট্রুডো এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গেও কথা বলেছেন। ট্রুডোর আচরণে ক্ষুব্ধ ভারতের বিদেশ মন্ত্রক মঙ্গলবার জানায়, এদেশ থেকেও কানাডার কূটনীতিককে বিতাড়িত করা হল। আগামী ৫ দিনের মধ্যে তাঁকে দেশছাড়ার নির্দেশ দেওয়া হয়। কানাডার কূটনীতিকরা এদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছিল এবং ভারত-বিরোধী কার্যাবলিতে তারা যুক্ত ছিল।

প্রসঙ্গত, গত ১৮ জুন, রবিবার খলিস্তান টাইগার ফোর্সের প্রধান এবং গুরু নানক শিখ গুরুদ্বারের শীর্ষ গুরু হরদীপ সিং নিজ্জরকে গুলি করে খুন করে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। কানাডার সুরি শহরের গুরুদ্বার সাহিবের ভিতরে এই ঘটনা ঘটে। ৪৬ বছর বয়সি হরদীপ নিজ্জর জলন্ধরের ভর সিং পুরা গ্রামের বাসিন্দা ছিলেন। খলিস্তান টাইগার ফোর্সের তালিম, অর্থ সংগ্রহ, যোগাযোগ এবং অপারেশনের কাজে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। এনআইএ-র একটি মামলায় অভিযুক্ত ছিলেন নিজ্জর। শিখ ফর জাস্টিসের সঙ্গে যুক্ত ছিলেন এবং গণভোটের জন্য সম্প্রতি অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন।

তদন্তে দেখা গিয়েছে, হরদীপ আপত্তিকর মন্তব্য, আপত্তিজনক পোস্ট শেয়ার করেছেন। এনআইএ-র তথ্য অনুযায়ী, তাঁর করা পোস্টে সবসময় গোষ্ঠী বিভাজন ও হিংসা এবং বৈষম্যমূলক কথা থাকত। ২০১৮ সালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভারত সফরের সময় তৎকালীন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ওয়ান্টেড তালিকায় হরদীপের নাম তুলে দিয়েছিলেন। পঞ্জাবে হিংসাত্মক ঘটনায় তাঁকে পুলিশ দীর্ঘদিন ধরেই খুঁজছিল। নিজ্জরের বিরুদ্ধে রেড কর্নার নোটিসও জারি হয়েছিল।

ব্রিটিশ কলোম্বিয়া প্রদেশের সুরে শহরে গুরুদ্বারের পার্কিং লটে অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী এসে খুব কাছ থেকে তাঁকে গুলি করে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই কানাডায় খলিস্তানপন্থীদের কার্যকলাপ বৃদ্ধি নিয়ে সেদেশের ভূমিকার কড়া সমালোচনা করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার কিছুদিন পরেই খলিস্তান টাইগার ফোর্সের শীর্ষ নেতা খুন হলেন।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Durgapur Incident | কলকাতা টিভি’র খবরের জের, ‘বাংলা বলছে’ শো-এর পরই গ্রে/ফ/তার ২ গোরক্ষক
00:00
Video thumbnail
Politics | ভোটার লিস্ট সংশোধন নিয়ে তৃণমূল পড়বে ঝাঁপিয়ে
05:49
Video thumbnail
Politics | ভোট চুরির অভিযোগ এখন রাহুল গান্ধীর বি/স্ফো/রণ
04:24
Video thumbnail
Donald Trump | ট্রাম্পের নির্দেশে রাশিয়ায় পারমাণবিক সাবমেরিন
03:27
Video thumbnail
Politics | বিহার ছাড়ো নীতীশ-সরকার, মহাআন্দোলন জোরদার
06:14
Video thumbnail
Stadium Bulletin | প্রসিদ্ধ-সিরাজের দাপট! জমজমাট ওভাল টেস্ট
18:17
Video thumbnail
Narendra Modi | রামমন্দিরে ভগবানের নামেও লুট, এই সাংসদের ভাষণের জেরেই কি রাজ্যসভায় গেলেন না মোদি?
04:08
Video thumbnail
Donald Trump | ট্রাম্পের নির্দেশে পা/রমা/ণবিক সাবমেরিন পাঠাল আমেরিকা, রাশিয়াও তৈরি
03:27
Video thumbnail
Donald Trump | গদগদ পাক প্রেম, তেল খুঁজতে গিয়ে মিলল থ্রে/ট, এবার কী করবেন ট্রাম্প?
02:54
Video thumbnail
Politics | বিজেপি নেতারা এইবার ক্লাস করবে ভদ্রতা শেখার
05:38

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39