খারকিভ: ইউক্রেনের খারকিভে রুশ গোলাবর্ষণে নিহত ভারতীয় মেডিক্যাল পড়ুয়া। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে এই প্রথম কোনও ভারতীয়ের মৃত্যুর খবর পাওয়া গেল। নিহত ছাত্রের বাড়ি কর্নাটকের চালাগেরিতে হলেও তাঁর পরিবার বর্তমানে বেঙ্গালুরুতে রয়েছে। মৃতের নাম শেখরাপ্পা জ্ঞানগৌদার ওরফে নবীন। ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে কর্নাটকের ওই ছাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরেই সামরিক বিশেষজ্ঞরা নতুন করে হামলার আশঙ্কা করছিলেন। ভারতীয় দূতাবাস অ্যাডভাইজারি জারি করে অবিলম্বে ভারতীয় নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দেয়। সূত্রের খবর, প্রায় আট হাজার ভারতীয় ইউক্রেনে আটকে রয়েছেন। তাঁদের ফিরিয়ে আনার তোড়জোড়ের মধ্যেই মঙ্গলবার সকালে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান কর্নাটকের বাসিন্দা ওই ডাক্তারি পড়ুয়া।
Foreign Secretary is calling in Ambassadors of Russia and Ukraine to reiterate our demand for urgent safe passage for Indian nationals who are still in Kharkiv and cities in other conflict zones.
Similar action is also being undertaken by our Ambassadors in Russia and Ukraine.
— Arindam Bagchi (@MEAIndia) March 1, 2022
এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কিছু জিনিস কিনতে বেরিয়েছিলেন বছর একুশের ওই ভারতীয় ছাত্র। খারকিভ গভর্নর হাউসের কাছেই একটি সুপার মার্কেটে গিয়েছিলেন। মার্কেটের বাইরে আরও কয়েক জন ছাত্রের সঙ্গে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন শেখরাপ্পা। ঠিক তখনই রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে খারকিভে। রাশিয়ার নিশানায় ছিল, গভর্নর হাউস। সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই রুশ ক্ষেপণাস্ত্রেই ভারতীয় ছাত্র-সহ একাধিক জন নিহত হয়েছেন।
আরও পড়ুন-Russia-Ukraine war: প্লিজ, কিছু একটা করুন..ভারতীয় পড়ুয়ার কাতর আর্জি রোমানিয়া সীমান্তে
খারকিভে ভারতীয় পড়ুয়াদের কো-অর্ডিনেটর পূজা প্রহরাজ জানিয়েছেন, ইউক্রেনের এক মহিলা নিহত ভারতীয় ছাত্রের ফোনটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেন। ওই মহিলাই ভারতীয় ছাত্রের মৃত্যুর খবর দিয়ে জানান, দেহ মর্গে পাঠানো হয়েছে। সেই ফোনের সূত্র ধরেই শেখরাপ্পার পরিচয় জানা যায়। পরে, ভারতীয় বিদেশমন্ত্রকও শেখরাপ্পা জ্ঞানাগৌড়ার মৃত্যুর খবর নিশ্চিত করে।
রুশ হামলায় প্রথম কোনও ভারতীয় ছাত্রের মৃত্যুর খবর আসার পরেই অভিভাবকদের মধ্যে উত্কণ্ঠা বেড়েছে। কেন্দ্রের তরফে বিশেষ বিমানে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হয়েছে। এই উদ্ধার অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গঙ্গা’। এই উদ্ধার অভিযানে ভারতীয় বায়ুসেনাকে শামিল হওয়ার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।