ওয়েব ডেস্ক: দু’দিনের ব্রিটেন সফর শেষে শুক্রবার মলদ্বীপে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন রাজধানী মালেতে মোদিকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
জানা গিয়েছে, শুক্রবার দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে। যুক্তি অনুযায়ী, ভারত মালদ্বীপকে ৪,৮৫০ কোটি টাকা লাইন অফ ক্রেডিট দেবে।
আরও পড়ুন: মলদ্বীপ সফরে প্রধানমন্ত্রী
ইতিপূর্বে, লাক্ষাদ্বীপ সফরের সময় নরেন্দ্র মোদিকে মলদ্বীপের মন্ত্রীরা অপমান করেছিলেন। আজ সেই মলদ্বীপেই মোদি। রিপোর্ট বলছে, ২৬ জুলাই মলদ্বীপের স্বাধীনতা দিবস উপলক্ষে মোদি সেখানে গিয়েছেন। বিগত বছরগুলিতে ভারতের কূটনৈতিক প্রভাব বিস্তারের এক নজির হয়ে থাকতে পারে এই সফর। অপরদিকে, মুইজ্জু সেই দেশের প্রেসিডেন্ট হওয়ার পর এটাই মোদির প্রথম মলদ্বীপ সফর।
উল্লেখ্য, মলদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে জিতে গদিতে বসেছিলেন চিনপন্থী মহম্মদ মুইজ্জু। এরপর থেকেই একের পর এক ইস্যুতে ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়েছিল সেই দেশে। আদতে ভারত বিরোধিতার রাজনীতিতেই গদিতে বসেছিলেন মুইজ্জু। তবে প্রয়োজনের সময় সেই ভারতের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছিল মলদ্বীপকে। আর দ্বীপরাষ্ট্রের চরম সংকটের সময়ে ফের একবার স্বীস্তি দেয় সেই ভারতই। বর্তমানে, মুইজ্জুও নিজের অবস্থান বদল করছেন ভারত নিয়ে। মুইজ্জুর ভারত প্রীতি অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে চিনের জন্য।
দেখুন আরও খবর :