জাকার্তা : বুধবার ভোরে ইন্দোনেশিয়ার একটি কারাগারে আগুন লেগে যায়। সেই সময় বেশিরভাগ বন্দি ঘুমিয়ে ছিলেন। এই আগুন লাগার ঘটনায় মৃত্যু হয় ৪১ জন বন্দির। জখম হয়েছে বহু।
দমকল কর্মীরা জানান, মাদক কাণ্ডের সঙ্গে জড়িত বন্দিদের জন্য একটি ব্লক আছে। সেখানেই থেকেই জেলের অন্যত্র আগুন ছড়িয়ে পড়ে। জাকার্তার পুলিশ প্রধান ফাদিল ইমরান জানান, এই আগুন লাগার ফলে জেলের ৪১ জন বন্দির মৃত্যু হয়েছে। ৮ জন গুরুতর জখম হয়েছেন এবং প্রায় ৭২ জন সামান্য চোট পেয়েছেন। কি থেকে আগুন লাগল, তা খতিয়ে দেখছে জেল কর্তৃপক্ষ। অনুমান করা হচ্ছে যে, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল।
আরও পড়ুন : থানার ভিতর শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা
জাকার্তার এই কারাগারে প্রায় ২ হাজারেরও বেশি বন্দির বাস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ গুন বেশি। কারাগারের যে ব্লকে আগুন লেগেছিল সেখানে সর্বোচ্চ ৪০ জন বন্দি থাকতে পারেন। কিন্তু সে জায়গায় ১২০ জন বন্দিকে রাখা হয়েছিল। শুধু এই কারাগার নয়, ইন্দোনেশিয়ার প্রায় সব কারাগারেরই এই একই দশা। প্রত্যেক কারাগারের অবস্থা অস্বাস্থ্যকর। তার মধ্যেই বাস করেন প্রায় ২ লক্ষ বন্দি।
আরও পড়ুন : অসমে ট্রাকে আগুন জঙ্গিদের, মৃত কমপক্ষে ৫
২০১৯ সালে সুমাত্রার রিয়াউ প্রদেশের একটি কারাগারে দাঙ্গা ও আগুন লাগার ঘটনায় কমপক্ষে ১০০ জন বন্দি জেল থেকে পালিয়ে যায়। কারাগারের অস্বাস্থ্যকর পরিবেশের জন্য গত বছরের এপ্রিলে মাসে করোনা পরিস্থিতির মধ্যে ইন্দোনেশিয়ার এক কারাগার থেকে প্রায় ২৯ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয়।