ওয়েব ডেস্ক: বিগত কয়েকমাসে ইজরায়েল-ইরান যুদ্ধে (Israel-Iran War) অশান্ত হয়েছিল মধ্যপ্রাচ্য। এই সংঘাতে দুই দেশই একে অপরের মাটিতে প্রবল হামলা চালিয়েছিল। ১২ দিন ধরে চলেছিল এই রক্তক্ষয়ী যুদ্ধ। আর এবার এই ১২ দিনের এক ভয়ঙ্কর রিপোর্ট সামনে আনল ইরানের (Iran) প্রশাসন। ইরানের তরফে সম্প্রতি জানানো হয়েছে যে, ইজরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতে দেশজুড়ে ব্যাপক গ্রেফতারি অভিযান (Arrest Mission) চালানো হয়েছিল। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, এই সময় মোট ২১ হাজার সন্দেহভাজনকে আটক করা হয়।
পুলিশ মুখপাত্র সাঈদ মন্তাজেরোলমাহদি মঙ্গলবার জানান, ১৩ জুন ইজরায়েলের বিমান হামলা শুরুর পরই ইরানি নিরাপত্তা বাহিনী দেশে তল্লাশি, চেকপয়েন্ট ও জনসাধারণের তথ্যের ভিত্তিতে গ্রেফতার অভিযান শুরু করে। যদিও আটক ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট কী অভিযোগ আনা হয়েছে তা প্রকাশ করা হয়নি, তবে তেহরান আগে জানিয়েছিল, কেউ কেউ এমন তথ্য ফাঁস করেছিল যা ইজরায়েলের হামলায় সহায়ক হতে পারে।
আরও পড়ুন: পাকিস্তানি সেনার ঘাঁটিতে জঙ্গি হামলা! কী ভয়ঙ্কর অবস্থা দেখুন
মানবাধিকার সংস্থাগুলির অভিযোগ, স্থানীয় কর্তৃপক্ষ কিছু আফগান নাগরিককে ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগেও গ্রেফতার করেছে। মন্তাজেরোলমাহদি জানান, অভিযানে ২,৭৭৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয় এবং মোবাইল ফোন পরীক্ষা করে ৩০টি বিশেষ নিরাপত্তা-সংক্রান্ত মামলা ধরা পড়ে। এছাড়া, ২৬১ জনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও ১৭২ জনের বিরুদ্ধে অনুমতি ছাড়া চিত্রগ্রহণের অভিযোগ আনা হয়।
তিনি আরও জানান, যুদ্ধ চলাকালীন সময়ে অনলাইন প্রতারণা ও অনুমতিহীন অর্থ লেনদেন সহ ৫,৭০০-এর বেশি সাইবার অপরাধের মামলা নথিভুক্ত হয়। পুলিশ কতজন আটক ব্যক্তিকে পরবর্তীতে মুক্তি দিয়েছে, সে বিষয়ে এখনও কোনও তথ্য দেয়নি।
দেখুন আরও খবর: