ওয়েব ডেস্ক: শুক্রবার সন্ধায় ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে পাকিস্তান (Pakistan)। আর এবার বিস্ফোরণ। রেল দুর্ঘটনায় কোনও প্রাণহানি না হলেও বিস্ফোরণে (Shell Blast) প্রাণ হারাল পাঁচ পাকিস্তানি শিশু। শনিবার এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের খাইবার পাকতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলা। এদিন সকালে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত ৫ শিশু। আহত হয়েছে আরও ১৩ জন, যাদের মধ্যে অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সপ্তাহের শেষ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ সদর থানার নিকটবর্তী এলাকায় কয়েকজন শিশু খেলছিল। খেলতে খেলতে তাঁরা একটি মর্টার শেল (Mortar Shell) খুঁজে পায়। কৌতূহলবশত সেটি নিয়ে নাড়াচাড়া করার সময় হঠাৎই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। ছিন্নভিন্ন হয়ে যায় পাঁচ শিশুর শরীর। আশেপাশে থাকা অনেকেই বিস্ফোরণের তীব্রতায় আহত হন।
আরও পড়ুন: ভয়ঙ্কর রেল দুর্ঘটনা! লাইন থেকে ছিটকে গেল এক্সপ্রেস ট্রেনের ৫ বগি
এই ঘটনা ঘটতে মুহূর্তের মধ্যেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাকিস্তানি পুলিশ, বম্ব স্কোয়াড এবং উদ্ধারকারী দল। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
পুলিশ জানিয়েছে, মর্টার শেলটি সেখানে কীভাবে এল তা এখনও স্পষ্ট নয়। কোনও জঙ্গি সংগঠনের যোগসূত্র রয়েছে কী না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের এক আধিকারিক বলেন, “এই বিস্ফোরণের নেপথ্যে কে বা কারা রয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।”
দেখুন আরও খবর: