ওয়েব ডেস্ক: পশ্চিম এশিয়ার রাজনীতিতে ঘনিয়ে আসছে বড় যুদ্ধ। এই আবহে চমক দিল ইরান। ইরানে তৈরি হচ্ছে চারটি বিস্ফোরক পরমাণু অস্ত্র। পশ্চিমাদের হুমকি, রাষ্ট্রপুঞ্জের প্রস্তাব পাশ কোনোটাই কাজে আসেনি। তেহেরানের লক্ষ্য মুসলিম দেশগুলিকে রাখতে হবে পশ্চিমা ও ইজরায়েলি প্রভাবমুক্ত। তাই সৌদি আরব, মিশর, কাতারের মতো দেশগুলি যেখানে মুখে কুলুপ এঁটেছে, সেখানে একের পর এক চমক দিয়ে চলেছে ইরান। খামেনি প্রশাসনের একটাই উদ্দেশ্য। দমাতে হবে ইজরায়েল ও তার মিত্রদেশগুলিকে।
আরও পড়ুন: রণংদেহি! হিজবুল্লার ঘাঁটিতে ‘সারপ্রাইজ’ অ্যাটাক ইহুদি সুন্দরীদের
তেহেরান সূত্রে খবর, ইউরেনিয়াম পর্যাপ্ত সংরক্ষণের পর এবার আরও একটি সেনট্রাফিউস কার্যকর করেছে তেহরান। নিজের দেশের নিরাপত্তা আটসাট করে তবেই যুদ্ধের ময়দানে নামবে তারা। সেনট্রাফিউস ইউরেনিয়াম ২৩৮ আইসোটোপকে ২৩৫ আইসোটোপকে আলাদা করা হয়েছে। এই ইউরেনিয়ামই শক্তিশালী পরমাণু অস্ত্রের মূল উপাদান। পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় তেজষ্ক্রিয় রাসায়নিক ইউরেনিয়াম যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ করে ফেলবে ইরান। যে কোনও মুহূর্তে পরমাণু অস্ত্র তৈরি করেছে ইরান।
পারমাণবিক ইস্যুতে কোনও দিনই খোলসা করেন না ইরান। এই ইস্যুতে ইরানকে আলোচনায় বসতে বাধ্য করে রাষ্ট্রপুঞ্জে পেশ হয় আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রস্তাব। এতে সমর্থন দেয় আমেরিকা, ফ্রান্স, জার্মানি। কিন্তু ভেটো দেয় রাশিয়া ও চীন। এই পরিস্থিতিতে আরও চোটে যায় ইরান। এ নিয়ে পাঁচ দফায় আলোচনা হল রাষ্ট্রপুঞ্জে। তারপরই সেনট্রাফিউস জারি করে ইরান।
দেখুন আরও খবর: