skip to content
Tuesday, July 2, 2024

skip to content
Homeআন্তর্জাতিকOmicron World: ওমিক্রন নিয়ে উদ্বেগ, ক্রিসমাসে বাতিল ৮ হাজারেরও বেশি উড়ান

Omicron World: ওমিক্রন নিয়ে উদ্বেগ, ক্রিসমাসে বাতিল ৮ হাজারেরও বেশি উড়ান

Follow Us :

নয়াদিল্লি: করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের (Omicron World)  হানায় বিপর্যস্ত গোটা বিশ্ব। যত দিন যাচ্ছে, সংক্রমণের গতি ক্রমেই বাড়ছে। বিপর্যস্ত ব্রিটেন, আমেরিকা-সহ ইউরোপ, এশিয়ার একাধিক দেশ। যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও। বিশ্বের অনেক দেশ বিমান চলাচলে রাশ টেনেছে। এই পরিস্থিতিতে এ বার বিশ্বজুড়ে বাণিজ্যিক এয়ারলাইনগুলি ক্রিসমাস সপ্তাহান্তে প্রায় ৮ হাজার উড়ান বাতিল করল। ১০ হাজারেরও হাজারের বেশি উড়ান (Omicron World) নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছে।

ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট Flightaware.com-এর রিপোর্ট অনুসারে, সোমবার ১১০০ উড়ান ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। মঙ্গলবার ৩০০ উড়ান চলবে না। ক্রিসমাসের দিনে মোট ১৭৭৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সংক্রমণে রাশ টানতে চীনের জিয়ান শহরে রবিবার কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছিল। এর জেরে ১৩ মিলিয়ন বাসিন্দা বাড়িতেই ছিলেন। গত ২১ মাসে মধ্যে চীনে সর্বোচ্চ সংক্রমণ দেখা দেওয়ার কারণেই লকডাউনের মতো বিধিনিষেধ জারি করা হয়।   

লুফথানসা, ডেল্টা, ইউনাইটেড এয়ারলাইন্স, জেটব্লু, আলাস্কা এয়ারলাইন্স সহ সমস্ত সংস্থায় উড়ানে কাটছাঁট করেছে। ডেল্টা এয়ারলাইন্সের এক আধিকারিক বলেন, ‘বড়দিনের ছুটি উপলক্ষে প্রতিবছরই বিপুল যাত্রীর চাপ থাকে। আগের বছর পর্যন্ত আমরা ভালোভাবেই সেই চাপ সামলেছি। কিন্তু এবার যে পরিস্থিতি, তাতে আমরা কোনও ঝুঁকি নিতে চাইছি না।’

আরও পড়ুন: Burkina Faso: জঙ্গি হামলায় ৪১ মিলিশিয়ার মৃত্যু, বুরকিনায় ২ দিনের শোক ঘোষণা

ইউনাইটেড এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, চলতি সপ্তাহে দেশে ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধিতে ফ্লাইটক্রু এবং বিমান চলাচলের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের উপর সরাসরি প্রভাব পড়েছে। সেই কারণে কিছু ফ্লাইট বাতিল করতে হয়েছে। রয়টার্সের তথ্য অনুসারে, গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে প্রায় ৪৫ শতাংশ।

RELATED ARTICLES

Most Popular