কলকাতা টিভি ওয়েব ডেস্ক: কমছে অস্কার। আগামী ২৭ মার্চ অ্যাকাডেমি অ্যাওর্ডের সরাসরি সম্প্রচারের আগে আটটি পুরস্কার অফ এয়ারে উপস্থাপন করা হবে জানা যাচ্ছে।
অস্কারের রেটিং কমে যাওয়ার কারণে পরিবর্তন হতে চলেছে। আগামী মাসে ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডের সময় ৮টি পুরস্কার অফ এয়ারে দেওয়া হবে। অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সের সদস্যদের কাছে এক চিঠি পাঠানো হয়েছে, তাতে গ্রুপের প্রেসিডেন্ট বলেছেন, চলচ্চিত্র সম্পাদনা, প্রযোজনা নকশা, শব্দ, মেকআপ, সংগীত, হেয়ার স্টাইলিং এবং আরও তিনটি ছোট ছবির পুরস্কার ২৭ মার্চের অ্যাকাডেমি অ্যাওর্ডের সম্প্রচারের আগে উপস্থাপন করা হবে।
সরারসরি সম্প্রচারের এক ঘণ্টা আগে ডলবি থিয়েটারের অনুষ্ঠান শুরু হবে। প্রথম আট বিজয়ীর উপস্থাপনা এবং বক্তৃতাগুলি সম্পাদনা তিন ঘন্টার লাইভ সম্প্রচারের সময় প্রদর্শিত হবে।
আরও পড়ুন: UP Assembly Polls: চতুর্থ দফায় উত্তরপ্রদেশে ৫৯ আসনে ভোট গ্রহণ শুরু
সম্প্রচার থেকে অস্কারের ২৩টি বিভাগের কিছু টেনে নেওয়ার সম্ভাবনা দীর্ঘদিন ধরে বিতর্কের বিষয়। ২০১৯ সালে, একাডেমি প্রাথমিকভাবে একটি সংক্ষিপ্ত, টেপ সেগমেন্টের চারটি বিভাগ, সিনেমাটোগ্রাফি, এডিটিং, মেকআপ এবং হেয়ারস্টাইলিং এবং লাইভ-অ্যাকশন সংক্ষিপ্ত সম্প্রচার করতে চেয়েছিল। কিন্তু একটি প্রতিক্রিয়ার পরে একাডেমিটি শোয়ের কয়েকদিন আগে তা পাল্টে যায়।কিন্তু রেটিং পতন অব্যাহত। গত বছরের সম্প্রচার কোভিডের কারণে মারাত্মকভাবে পরিবর্তিত হয়। ৯.৮৫ মিলিয়ন দর্শকের সর্বকালের তুলনায় সর্বনিম্নে নেমে আসে। ২০১৮ সালে যা ২৯.৬ মিলিয়ন ছিল। এই কারণে এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।