ওয়েব ডেস্ক: ভারতকে চাপে ফেলতে ফের বাঁকা পথে হাঁটতে শুরু করেছে পাকিস্তান (Pakistan)। আমেরিকায় দাঁড়িয়ে পাক সেনাপ্রধান মুনিরের পরমাণু হামলার হুমকির পর ভারত পাল্টা সুর চড়াতেই ‘ব্ল্যাকমেল’-এর প্রবণতা দেখাল পাক প্রশাসন। ভারতীয় কূটনীতিকদের (Indian Diplomats) নিরাপত্তা ও মৌলিক সুবিধা কেড়ে এবার ভিয়েনা চুক্তিকেও (Vienna Convention on Diplomatic Relations) লঙ্ঘন করল ভারতের এই প্রতিদ্বন্দ্বী দেশ।
ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে অভিযোগ, ইসলামাবাদে কর্মরত ভারতীয় কূটনীতিকদের গ্যাস, পানীয় জল, এমনকি সংবাদপত্রের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ বন্ধ করে দিয়েছে পাকিস্তান। স্থানীয় ব্যবসায়ীদের এই সংক্রান্ত নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শুধু তাই নয়, বেশ কয়েকটি ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি অনুমতি ছাড়াই কূটনীতিকদের বাসভবন ও অফিসে প্রবেশ করেছে বলে অভিযোগ। এর নেপথ্যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর ভূমিকা থাকতে পারে সন্দেহ করা হচ্ছে।
আরও পড়ুন: ‘অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংস’, আমেরিকায় দাঁড়িয়ে ভারতকে পরমাণু অস্ত্র দাগার হুমকি মুনিরের
নয়াদিল্লি পাকিস্তানের এই পদক্ষেপকে ভিয়েনা কনভেনশন চুক্তির সরাসরি লঙ্ঘন বলে কড়া ভাষায় সমালোচনা করেছে। প্রতিক্রিয়া হিসেবে, নয়াদিল্লিতেও পাক কূটনীতিকদের সংবাদপত্র সরবরাহ বন্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) পর থেকে পাকিস্তানের এমন প্রতিহিংসাপরায়ণ আচরণ প্রত্যাশিতই ছিল। যুদ্ধক্ষেত্রে বা কূটনৈতিক মঞ্চে ভারতের সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ হয়ে ইসলামাবাদ এখন বাঁকা পথে চাপ তৈরির চেষ্টা চালাচ্ছে।
যদিও এই প্রথম নয়। এর আগেও, বিশেষত ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর সার্জিক্যাল স্ট্রাইকের সময় একই ধরনের ঘটনা ঘটেছিল বলে মনে করিয়ে দিয়েছেন অনেকে। এবারও যেন সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হচ্ছে।
দেখুন আরও খবর: