Friday, August 1, 2025
HomeScrollপাঠানকোট হামলার মূল চক্রীকে খুন পাকিস্তানের শিয়ালকোটে

পাঠানকোট হামলার মূল চক্রীকে খুন পাকিস্তানের শিয়ালকোটে

Follow Us :

করাচি: পাঠানকোট (Pathankot) হামলার মূল চক্রীকে খুন। বুধবার সকালে পাকিস্তানের শিয়ালকোটে (Pakistan’s Sialkot) দুষ্কৃতীদের গুলিতে খুন হন সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammed) সদস্য শাহিদ লতিফকে (Shahid Latif)। দীর্ঘ দিন ধরেই ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম ছিল লতিফের।

২০১৬ সালের ২ জানুয়ারি বায়ুসেনার পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালায় জইশ জঙ্গিদের একটি দল। তদন্তে উঠে আসে এই হামলার নেপথ্যে ছিলেন লতিফ। তিনিই পরিকল্পনা অনুযায়ী জইশ জঙ্গিদের এই অভিযানে পাঠিয়েছিলেন। উল্লেখ্য যে, ১৯৯৪ সালেও জঙ্গিযোগের অভিযোগে ইউএপিএ-তে গ্রেফতার করা হয়েছিল লতিফকে। ২০১০ সালে ওয়াঘা সীমান্ত দিয়ে তাকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: যোগেশচন্দ্র ল কলেজে অধ্যক্ষের চাকরি বহাল ডিভিশন বেঞ্চে

১৯৯৯ সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমান হাইজ্য়াক করার অভিযোগ উঠেছিল লতিফের বিরুদ্ধে। এএনআই-র তদন্তে উঠে আসে যে, পাকিস্তানে ফেরার পরেই নতুন করে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িয়ে পড়ে লতিফ।

অক্টোবরের গোড়াতেই মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের অন্যতম সহযোগীকে খুন করা হয়েছিল পাকিস্তানে। করাচিতে এক দুষ্কৃতীর হাতে হাতে খুন হন হাফিজ। চলতি বছরে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদ্দিনের কম্যান্ডার বশির পীরকে রাওয়ালপিন্ডির আইএসআই সদর দফতরের সামনেই গুলি করে খুন করা হয়।

দেখুন আরও অন্যান্য খবর: 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39