ওয়েব ডেস্ক: ঝড়, ভূমিকম্প, সুনামি, বন্যা, দাবানল- এমন কোনও প্রাকৃতিক বিপর্যয় (Natural Calamity) নেই যা ২০২৫ সালে দেখেনি পৃথিবী। আর এবার এক বিরল ঘটনার সাক্ষী হল দক্ষিণ আমেরিকার ছোট্ট দেশ পেরু (Peru)। আচমকা মাটির ধুলোবালি উড়ে ছেয়ে গেল আকাশে, দিনের বেলাতেই ঢেকে গেল সূর্যের আলো, আকাশের রং আচমকা বদলে হয়ে গেল কমলা। এমন ঘটনা সচরাচর সেখানে দেখা যায়না। তাই এই বিরল ঘটনা দেখে বিষ্ময় ও আতঙ্কে হুড়োহুড়ি পড়ল দক্ষিণ পেরুর এক বিশাল এলাকাজুড়ে।
বৃহস্পতিবারের ঘটনা। বিরল এক ধূলিঝড়ের (Sand Storm) প্রভাবে অচল হয়ে পড়ল সেখানের জনজীবন। জানা গিয়েছে, দেশের দক্ষিণ প্রদেশের ইকা সহ একাধিক উপকূলীয় এলাকায় তীব্র ধুলিঝড়ের কারণে তিন ঘণ্টা ধরে থমকে যায় যানবাহন চলাচল ও পর্যটন কার্যক্রম। পেরুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ‘অ্যান্টি-সাইক্লোন’-এর প্রভাবে সৃষ্ট প্রবল বাতাসের কারণে এই অপ্রত্যাশিত ঝড়ের সৃষ্টি হয়। ইকা শহরে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছয়। এর ফলে প্রধান সড়কগুলিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: ভয়াবহ বন্যা চীনে! মৃতের সংখ্যা বেড়ে হল ৬০
তবে শুধু ইকা শহর নয়, পেরুর উপকূলীয় শহর আরিকিপা, মোকেগুয়া এবং তাকনাতেও এই ধূলিঝড়ের প্রভাব পড়ে। যদিও এইসব এলাকায় ঝড়ের তীব্রতা তুলনামূলক কম ছিল। এইসব শহরে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩২ কিলোমিটারের আশেপাশে। রাজধানী লিমাতেও একই ধরনের আবহাওয়ার ফলে বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, ধুলোয় আচ্ছন্ন রাস্তার দৃশ্য।
Increíble tormenta de arena en Ica esta tarde. Observe cómo despeja la región y cómo en la tarde ingresa el aire del pacífico con tal fuerza que forma nubes estratos y genera la tormenta arena. Nunca vi esa magnitud.#Clima #Peru #Sandstorm pic.twitter.com/UB95IvDTl9
— El Tiempo +51 (@ClimaPeruMundo) July 31, 2025
পেরুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার পর্যন্ত পেরুর উপকূলে মাঝারি থেকে চরম গতির বাতাস প্রবাহিত হবে। ইতিমধ্যেই জাতীয় জরুরি অপারেশন কেন্দ্র ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাইয়ের কাজ শুরু করেছে। তবে এদিনের এই ধূলিঝড়ে কোনও প্রাণহানির খবর মেলেনি।
দেখুন আরও খবর: