২০০৮ সালের ২৬ নভেম্বরের (26/11) মুম্বই হামলা। ভারতবর্ষের ইতিহাসে এক ভয়ঙ্কর দিন। জলপথে মুম্বইয়ে এসে একাধিক জনবহুল স্থান যেমন, ছত্রপতি শিবাজী টার্মিনাস, ওবেরয় ট্রাইডেন্ট, নরিম্যান হাউস, তাজ হোটেলে অতর্কিতে হামলা চালিয়েছিল পাকিস্তানের লস্কর-এ-তইবা জঙ্গিরা। মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত ছিল পাকিস্তানি বংশোদ্ভূত তাহাউর রানা (Tahawwur Rana)। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা করা হয়েছিল। তাকে প্রত্যর্পণের জন্য আবেদন জানায় দিল্লি। এবার সেই রানাকে ভারতে প্রত্যর্পণের জন্য আবেদন জানাল জো বাইডেন প্রশাসন। তাদের করা সেই আবেদনকে মান্যতা দেয় লস অ্যাঞ্জেলেসের এক ফেডারেল কোর্ট।
আরও পড়ুন : ডানপিটের হুমকি ফোন তাজ হোটেলে
গত বছর তাহাউর রানার প্রত্যর্পণ চেয়ে আবেদন জানায় ভারত। সেই আবেদন মতো ২০২০ সালের ১০ জুন লস অ্যাঞ্জেলেসে দ্বিতীয় দফায় গ্রেফতার করা হয় রানাকে। এরপর আদালতে তাকে পেশ করা হলে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অব ক্যালিফর্নিয়া জানায়, ভারতের কাছে রানার বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছে, তার পক্ষে যথার্থ প্রমাণ রয়েছে। লস অ্যাঞ্জেলেসে ওই কোর্টে রানার বিরুদ্ধে খসড়া প্রস্তাব পেশ করেন আমেরিকার আইনজীবীরা। খসড়ায় দেখা গেছে, রানার প্রত্যর্পণ সম্পর্কিত সব শর্তই পূরণ হয়েছে। সেই খসড়া দেখে কোর্ট বিদেশসচিবকে রানার প্রত্যর্পণের অনুমতি দেয়।