ওয়েব ডেস্ক: ভয়ঙ্কর ভূমিকম্পের (Earthquake) পর সুনামি (Tsunami) দেখেছে রাশিয়া (Russia) সহ একাধিক দেশ। পরপর আফটারশকের সঙ্গে জলোচ্ছ্বাস- ভূকম্পনের প্রভাব যে কতটা মারাত্মক হতে পারে তার একটা ইঙ্গিত মিলেছে কয়েকদিন আগেই। সেই সঙ্গে এই ভূমিকম্পের জেরে জেগে উঠেছে এক ঘুমন্ত আগ্নেয়গিরিও। রাতদিন সেখানে চলছে অগ্ন্যুৎপাত (Volcano Eruption)। রাশিয়ার কামচাটকা উপদ্বীপে অবস্থিত ক্রাশেনিন্নিকভ আগ্নেয়গিরি (Krasheninnikov Volcano) থেকে বেরিয়ে আসছে লাভা। সেই কারণে ফের বিপর্যয়ের সিঁদুরে মেঘ দেখছেন বিজ্ঞানীরা।
রুশ প্রশাসন জানিয়েছে, অগ্ন্যুৎপাতের পর আগ্নেয় ছাইয়ের মেঘ প্রায় ৬,০০০ মিটার উচ্চতায় উঠে গিয়েছে। অগ্ন্যুৎপাতের কারণে বিমান চলাচলের জন্য ‘কমলা’ সতর্কতাও জারি করা হয়েছে। এদিকে আগ্নেয় ছাইয়ের মেঘ প্রায় ৬,০০০ মিটার উচ্চতায় উঠে গিয়েছে। তবে সেই মেঘ প্রশান্ত মহাসাগরের দিকে সরে যাচ্ছে বলে খবর। তাই এর প্রভাবে আপাতত ঝুঁকি নেই বললেই চলে।
আরও পড়ুন: আগুনের মতো লাল হয়ে উঠল আকাশ! ‘বিরল’ বিপর্যয়ের মুখে পেরু
রবিবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ এবং বিজ্ঞানীরা জানিয়েছেন, দীর্ঘ ৬০০ বছর পর এভাবে লাগাতার অগ্ন্যুৎপাত হচ্ছে রাশিয়ার ক্রাশেনিন্নিকভ আগ্নেয়গিরি থেকে। গিরিনা ইনস্টিটিউট অফ ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজির সূত্রে জানা গিয়েছে, এর আগে ক্রাশেনিন্নিকভ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছিল ১৪৬৩ সালে। এরপর থেকে এই আগ্নেয়গিরির কোনো অগ্ন্যুৎপাতের খবর পাওয়া যায়নি। ঘুমন্ত আগ্নেয়গিরির তকমা পেয়েছিল সেটি।
কামচাটকা ভলক্যানিক ইরাপশন রেসপন্স টিমের প্রধান ওলগা গিরিনা আরআইএ-কে জানান, গত সপ্তাহে রাশিয়ায় হওয়া শক্তিশালী ভূমিকম্পের কারণেই এই অগ্ন্যুৎপাত হয়ে থাকতে পারে। তবে আদতে কী কারণে এই অগ্ন্যুৎপাত শুরু হয়েছে, তা খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা। সেই সঙ্গে এই প্রভাবে আগামী দিনে কোনও বড় বিপর্যয় নেমে আসার আশঙ্কা রয়েছে কী না, তাও দেখা হচ্ছে।
দেখুন আরও খবর: