কলকাতা টিভি ওয়েব ডেস্ক: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের সুমি থেকে সমস্ত ভারতীয় পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হরদীপ সিংহ পুরী এ খবর জানিয়ে বলেন, ‘‘সোমবার রাতেই সুমি শহর থেকে ভারতীয় পড়ুয়াদের বাসে তুলে পলতাভা শহরে পাঠানো শুরু হয়েছিল। আমি নিজে কন্ট্রোল রুমে যোগাযোগ করেছিলাম। আজ ৬৯৪ জনকেই সুমি থেকে উদ্ধার করা হয়েছে।’’
বিদেশ মন্ত্রক সূত্রের খবর, ইউক্রেনের সুমি থেকে সমস্ত ভারতীয়দের সরিয়ে পোলতাভা হয়ে পশ্চিম ইউক্রেনের ট্রেনে ওঠে। এরফলে, লভিভ স্টেশনে ব্য়াপক ভিড় হয়। দেখা যায়, পোল্যান্ডে বিনামূল্যে ট্রেন টিকিটের জন্য বিশাল লাইন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন বহু মানুষ। কখন ট্রেন আসবে তার কোনো ধারণা নেই। ফলে, বারবার লাইনে চোখ রেখেও স্টেশনের বাইরের রাস্তায় অনেকে চলে আসেন। পরে পরিস্থিতির বদল ঘটে। স্টেশনে পরিস্থিতির উন্নতি হয়। বহু স্বেচ্ছাসেবককে কাজে লাগানো হয়।
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে (UNSC) উদ্ধারকাজ নিয়ে সোমবারই (৭ মার্চ) ভারতের তরফে ক্ষোভ প্রকাশ কর হয়। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে নয়াদিল্লির নালিশ, ইউক্রেনের সুমি শহরে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের ‘সেফ করিডর’-এর জন্য (Safe corridor for Indian students) যুদ্ধরত দুই দেশের কাছেই বারবার আর্জি জানানো হয়েছে। কিন্তু, তার পরেও যুদ্ধ-ধ্বস্ত সুমি শহরে এখনও কয়েক’শো ভারতীয় পড়ুয়া চরম উত্কণ্ঠা নিয়ে ঘরে ফেরার অপেক্ষা করছেন। অবিরত গোলাগুলির মধ্যে নিরাপদে ওই পড়ুয়াদের বের করে আনা যাচ্ছে না। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি ইউক্রেনে মানবিক পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে, আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের দুর্দশার কথা তুলে ধরেন। ভারত শুধু ভারতের কথা বলেনি। সুমিতে আটকে থাকা অন্যান্য বিদেশি পড়ুয়াদের পরিস্থিতিও রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের নজরে আনে।
আরও পড়ুনঃ UP Elections 2022: ভোট গণনার আগে বারাণসীতে ইভিএম চুরির অভিযোগ অখিলেশের