Sunday, August 3, 2025
HomeScrollকাজাখস্তানে বিমান দুর্ঘটনা নিয়েও রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব!
Kazakhstan Plane Crash

কাজাখস্তানে বিমান দুর্ঘটনা নিয়েও রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব!

বড়দিনের ওই মর্মান্তিক দুর্ঘটনায় দুই পাইলট সহ অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে

Follow Us :

কলকাতা: বড়দিনের সকালে ৬৭ জন যাত্রী নিয়ে কাজাখস্তানে (Kazakhstan) ভেঙে পড়েছিল আজারবাইজান এয়ারলাইন্সের (Azerbaijan Airlines) এক বিমান। সেই উড়ান সংস্থা জানাল, দুর্ঘটনার কারণ ‘বাইরে থেকে হস্তক্ষেপ’। প্রথমে শোনা গিয়েছিল, রাশিয়ার (Russia) অ্যান্টি-এয়ারক্রাফট সিস্টেমের কারণে দুর্ঘটনায় পড়েছিল বিমানটি। কিন্তু শুক্রবার রুশ সরকার জানাল, ইউক্রেনের ড্রোনের উপস্থিতির কারণে পথচ্যুত হয়ে ঘন কুয়াশার মধ্যে পড়ে বিমানটি। পাল্টা অভিযোগ করল ইউক্রেনও (Ukraine)।

রাশিয়ার ফেডেরাল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সির প্রধান দিমিত্রি ইয়াদ্রভ (Dmitry Yadrov) বলেন, দেশের দক্ষিণ দিকে নামার কথা ছিল বিমানটির। কিন্তু গ্রোজনি এবং ভ্লাদিকাভকাজে ইউক্রেনের কমব্যাট ড্রোন অসামরিক পরিকাঠামোর উপর হামলা চালাচ্ছিল। সেই কারণে গ্রোজনি এলাকায়া আকাশপথ বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন: ইয়েমেনে বিমান হামলা ইজরায়েলের, টার্গেট হুথি বিদ্রোহী গোষ্ঠী

ইয়াদ্রভ আরও বলেন, জে২-৮২৪৩ বিমানটি দু’ বার গ্রোজনি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে। বিমানবন্দর কর্তৃপক্ষ অন্য বিমানবন্দরে নামার পরামর্শ দেয়। বিমানের পাইলট কাস্পিয়ান সাগর পেরিয়ে আটকাউ বিমানবন্দরে নামার চেষ্টা করে, যেখানে কুয়াশা ছিল অত্যন্ত ঘন।

এদিকে ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহার (Andrii Sybiha) দাবি, বিমান দুর্ঘটনা নিয়ে মিথ্যে প্রচার চালাচ্ছে রাশিয়ান মিডিয়া। তাঁর আরও দাবি, ক্ষতিগ্রস্ত বিমানটিকে কাস্পিয়ান সাগর পেরতে বাধ্য করা হয়েছে যাতে তাদের অপরাধের চিহ্ন লোপাট হয়ে যায়। প্রসঙ্গত, বড়দিনের ওই মর্মান্তিক দুর্ঘটনায় দুই পাইলট সহ অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39