কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দ্বাদশ দিনে সাধারণ মানুষের মৃত্যু, ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য জানাগেল৷ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের দাবি, সোমবার পর্যন্ত দুই দেশের যুদ্ধে ইউক্রেনে ১২০০-র বেশি নাগরিকের হতাহত হয়েছেন৷ স্কুল, হাসপাতাল-সহ একাধিক প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷
The Kyiv Independent জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে ১২০৭ সাধারণ মানুষ হতাহত হয়েছেন। তাদের মধ্যে ৪০৬ জন নিহত এবং ৮০১ জন আহত বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। ভারী কামান, মাল্টি-লঞ্চ রকেট সিস্টেম, ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা সহ বিস্তৃত এলাকায় বিস্ফোরক অস্ত্র ব্যবহারের কারণে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে।
ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে ইউক্রেনে৷ রাশিয়ান গোলাগুলির জেরে ইতিমধ্যেও ইউক্রেনের ২০২টি স্কুল, ৩৪টি হাসপাতাল, ১৫০০টিরও বেশি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির প্রশাসনের প্রধানের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক এই তথ্য জানিয়েছেন।
United Nations: 1,207 civilian casualties of Russia’s war in Ukraine, 406 people killed and 801 injured.
Most casualties were caused by the use of explosive weapons with a wide impact area, including heavy artillery, multi-launch rocket systems, missile and air strikes.
— The Kyiv Independent (@KyivIndependent) March 7, 2022
এরকম পরিস্থিতিতে ইউক্রেন ছাড়ার হিড়িক লেগেছে৷ যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন ছেড়েছেন ১ লক্ষ ৪০ হাজার মানুষ বলে দাবি স্টেট বর্ডার গার্ড সার্ভিস। যারা দেশ ছেড়েছেন, তাঁদের ৮০ শতাংশই পুরুষ। কিভ এলাকার মারাকিভে রুশ সেনাবাহিনী একটি রুটি-বেকিং প্লান্টে বিমান হামলা করে। উদ্ধারকারীরা ১৩ জনের মৃতদেহ খুঁজে বের করেন। ৫ জনকে ধ্বংসস্তূপ থেকে বের করা হয়। হামলার সময় প্রায় ৩০ জন কর্মচারী প্লান্টে ছিলেন।
⚡️Russian shelling already damaged or destroyed 202 schools, 34 hospitals, more than 1,500 residential buildings in Ukraine.
Source: Mykhailo Podoliak, advisor to the head of President Volodymyr Zelensky’s administration.
— The Kyiv Independent (@KyivIndependent) March 7, 2022
সুমিতে আটকে ২০০০-এর বেশি পড়ুয়া আটকে রয়েছেন৷ পানীয় জল, খাবার পাচ্ছেন না তাঁরা৷ UATV English জানিয়েছে, ইউক্রেনের সুমিতে আটকে ২৭টি দেশের ২০৪৬ জন পড়ুয়া। রাশিয়ানরা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ‘মানবিক করিডোর’ দিতে অস্বীকার করেছে।
⚡️ 2,046 foreign students from 27 countries stuck in #Ukaine’s #Sumy, Russians refuse to provide humanitarian corridors to international students. Thus Russians enjoy the humiliation of their countries (even China, India, Turkey), – Minister for Reintegration#StandWithUkraine️ pic.twitter.com/Z9cceSB73w
— UATV English (@UATV_en) March 7, 2022