Sunday, August 3, 2025
HomeCurrent NewsRussia-Ukraine War: ইউক্রেনে রুশ হামলায় ১২০০ নাগরিক হতাহত, স্কুল-হাসপাতালে ব্যাপক ক্ষয়ক্ষতি

Russia-Ukraine War: ইউক্রেনে রুশ হামলায় ১২০০ নাগরিক হতাহত, স্কুল-হাসপাতালে ব্যাপক ক্ষয়ক্ষতি

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দ্বাদশ দিনে সাধারণ মানুষের মৃত্যু, ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য জানাগেল৷ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের দাবি, সোমবার পর্যন্ত দুই দেশের যুদ্ধে ইউক্রেনে ১২০০-র বেশি নাগরিকের হতাহত হয়েছেন৷ স্কুল, হাসপাতাল-সহ একাধিক প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷

The Kyiv Independent জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে ১২০৭ সাধারণ মানুষ হতাহত হয়েছেন। তাদের মধ্যে ৪০৬ জন নিহত এবং ৮০১ জন আহত বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। ভারী কামান, মাল্টি-লঞ্চ রকেট সিস্টেম, ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা সহ বিস্তৃত এলাকায় বিস্ফোরক অস্ত্র ব্যবহারের কারণে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে।

ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে ইউক্রেনে৷ রাশিয়ান গোলাগুলির জেরে ইতিমধ্যেও ইউক্রেনের ২০২টি স্কুল, ৩৪টি হাসপাতাল, ১৫০০টিরও বেশি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির প্রশাসনের প্রধানের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক এই তথ্য জানিয়েছেন।

এরকম পরিস্থিতিতে ইউক্রেন ছাড়ার হিড়িক লেগেছে৷ যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন ছেড়েছেন ১ লক্ষ ৪০ হাজার মানুষ বলে দাবি স্টেট বর্ডার গার্ড সার্ভিস। যারা দেশ ছেড়েছেন, তাঁদের ৮০ শতাংশই পুরুষ। কিভ এলাকার মারাকিভে রুশ সেনাবাহিনী একটি রুটি-বেকিং প্লান্টে বিমান হামলা করে। উদ্ধারকারীরা ১৩ জনের মৃতদেহ খুঁজে বের করেন। ৫ জনকে ধ্বংসস্তূপ থেকে বের করা হয়। হামলার সময় প্রায় ৩০ জন কর্মচারী প্লান্টে ছিলেন।

সুমিতে আটকে ২০০০-এর বেশি পড়ুয়া আটকে রয়েছেন৷ পানীয় জল, খাবার পাচ্ছেন না তাঁরা৷ UATV English জানিয়েছে, ইউক্রেনের সুমিতে আটকে ২৭টি দেশের ২০৪৬ জন পড়ুয়া। রাশিয়ানরা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ‘মানবিক করিডোর’ দিতে অস্বীকার করেছে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39