কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বিগত ১০ দিন ধরে যুদ্ধ চলছে ইউক্রেনে (Russia-Ukraine war)। যুদ্ধ সমাপ্তির কোনও লক্ষণ তো নেই, বরং ক্রমশ ঘোরালো হয়ে উঠছে পরিস্থিতি। ইউক্রেনের বিভিন্ন শহরে এখনও আটকে রয়েছেন বহু ভারতীয় পড়ুয়া ও নাগরিক। এই কঠিন পরিস্থিতির মাঝেই জোরকদমে চলছে সে দেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার (Evacuation) করে আনার কাজ। কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, শনিবার পর্যন্ত বেশকিছু পড়ুয়া ইউক্রেনের সুমি এবং খারকিভে আটকে রয়েছে। শনিবার বেলার দিকে খারকিভে আটকে পড়া ৩০০ পড়ুয়াকে ফিরিয়ে আনতে কয়েকটি বাসের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কো-অর্ডিনেটর পূজা প্রহরাজ।
Pisochyn has been evacuated of all Indian citizens. Mission will continue to remain in touch with them through their journey. Their safety has always been our priority: @IndiainUkraine@opganga @MEAIndia pic.twitter.com/URqcSE3EdT
— Prasar Bharati News Services & Digital Platform (@PBNS_India) March 5, 2022
টুইটে পূজা লিখেছেন, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং ইউক্রেনের বেশ কিছু চিকিৎসকের অক্লান্ত চেষ্টায় শনিবার কয়েকটি বাসের ব্যবস্থা করা সম্ভব হয়েছে। খারকিভে আটকে থাকা শেষ ৩০০ পড়ুয়াদের নিয়ে সেই বাস সীমান্তের উদ্দেশে রওনা দিয়েছে। খুব শীঘ্রই দেশে ফেরার আশ্বাসও দিয়েছেন তিনি।
Day10:By God’s grace and constant efforts of Mr Hardeep,Dr Karan,Dr Swadhin & Mr Mani some busses could be arranged from nearby cities & max students left for border.Last 300 students left.Indian embassy ‘s fake media propaganda is condemned.Hopefully we will come home soon @ndtv pic.twitter.com/ZCSpTQ1EKY
— Pooja Praharaj (@PoojaPraharaj) March 5, 2022
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের দশম দিনেও খারকিভ, ওখতিরকায় লাগাতার হামলা চালাচ্ছে রুশ সেনা। ওই দেশে আটকে পড়া ভারতীয়দের নিরাপদভাবে বের করে আনার জন্য বাসের ব্যবস্থা করাই সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তবে শনিবার খারকিভ থেকে ভারতীয়দের উদ্ধার করতে কয়েকটি বাসের ব্যবস্থা করা সম্ভব হয়েছে। ভারত সরকার পরিচালিত ৩টি বাস পিসোচিনেও পৌঁছেছে৷ আরও দুটি বাসের ব্যবস্থা করা হচ্ছে৷ ইউক্রেনে আটকে পড়া সমস্ত ভারতীয় পড়ুয়াদের নিরাপদে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে৷ এমনটাই বার্তা দিয়েছে ভারত সরকার।
শনিবার সন্ধেয় ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের সুমি-সহ হাতে গোনা কয়েকটি জায়গা ছাড়া সব জায়গা থেকেই ভারতীয়দের সরানো হয়েছে৷ প্রায় সব ভারতীয়কে খারকিভ থেকে সরানো হয়েছে বলেও দাবি করা হয়েছে৷ সুমি থেকে ভারতীয় পড়ুয়াদের সরিয়ে নেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। একাধিক বিকল্প পথেরও খোঁজ চলছে।
Pisochyn has been evacuated of all Indian citizens. Mission will continue to remain in touch with them through their journey. Their safety has always been our priority.
Be Safe Be Strong@opganga @MEAIndia pic.twitter.com/cz2Prishgp— India in Ukraine (@IndiainUkraine) March 5, 2022
বিদেশ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অপারেশ গঙ্গার মাধ্যমে ১৫টি বিশেষ বিমানে প্রতিবেশী দেশ থেকে শনিবার ৩০০০ জন ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে। তার মধ্যে ১২টি বেসামরিক বিমান ও ৩টি বায়ু সেনার বিমান৷ অপারেশন গঙ্গা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত বিশেষ বিমানে ১৩ হাজার ৭০০ জনকে দেশে ফেরানো হয়েছে৷ মোট ৫৫টি বিমান ব্যবহার করা হয়েছে৷