Monday, August 11, 2025
HomeCurrent NewsRussia Ukraine War LIVE: রাজধানী কিভের থেকে মাত্র ৩০ কিমি দূরে রুশ...

Russia Ukraine War LIVE: রাজধানী কিভের থেকে মাত্র ৩০ কিমি দূরে রুশ কনভয়, সতর্ক করল ব্রিটিশ সামরিক গোয়েন্দা বিভাগ

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ২৪ ফেব্রুয়ারি সকাল থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত রাষ্ট্রপুঞ্জ সবমিলিয়ে ৫৩৬ জন সাধারণ মানুষের হতাহতের খবর পেয়েছে। সর্বশেষ স্যাটেলাইট চিত্র বলছে, ৪০ মাইল দীর্ঘ রাশিয়ান কনভয় কিভের দিকে যাচ্ছে। খারকিভের আবাসন এলাকায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বহু সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে৷ তার মধ্যে এক ভারতীয় ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছেন। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নকে বলেছে, আপানারা যে আমাদের সঙ্গে আছে, তার প্রমাণ দিন। সোমবার ইউএনএইচআরসি বৈঠকে ভারত আবারও ভোটদানে বিরত থাকল। কার্যত প্রতি মুহূর্তেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি বদল হচ্ছে৷ এ সংক্রান্ত যাবতীয় খবরের লাইভ আপডেট কলকাতা টিভি ডিজিটালে৷

এই মুহূর্তের খবর…

ইউক্রেনে ত্রাণ পাঠাল ভারত

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে দু’টন ত্রাণ পাঠাল ভারত সরকার৷ শুক্ন খাবার, তাঁবু, কম্বল, অস্ত্রোপচারের গ্লাভস, জল রাখার ট্যাঙ্ক, ঘুমানোর মাদুর, টারপলিন, ওষুধ সহ একাধিক সামগ্রী৷

টিভি টাওয়ারে হামলা

ইউক্রেনের রাজধানী কিভে দুটি টিভি টাওয়ারে হামলা চালিয়েছে রাশিয়া। এরফলে টিভি সম্প্রচার ও ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হয়েছে৷ কিছুক্ষণের জন্য সম্প্রচার বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছে আভ্যন্তরীণ মন্ত্রক৷

কিভে আর কোনও ভারতীয় আটকে নেই

কিভে কোনও ভারতীয় আটকে নেই, দাবি বিদেশমন্ত্রকের৷  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন৷ আটকে থাকা ভারতীয়দের দ্রুত দেশে ফেরানোর বিষয়ে৷  ভারতের বিদেশমন্ত্রকের সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘‘আমাদের সকল নাগরিক কিভ ত্যাগ করেছেন। আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী, কিভে আমাদের আর কোনও নাগরিক নেই৷  কিভ থেকে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।’’

কিভের কাছে রুশ বাহিনী

রাজধানী কিভের থেকে মাত্র ৩০ কিমি দূরে রুশ কনভয়, সতর্ক করল ব্রিটিশ সামরিক গোয়েন্দা বিভাগ৷ তারা জানিয়েছে, ধীর গতিতে হলেও কিভের দিকে এগচ্ছে রুশ সেনার কনভয়৷ ইতিমধ্যে, খারকিভ, খেরসন ও  মারিওপলের মতো বড় বড় শহর ঘিরে ফেলেছে রুশ সেনা৷

লড়বে না

ব্রিটিশ সেনারা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে লড়বে না৷ মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিলেন ব্রিটেন প্রধানমন্ত্রী বরিস জনসন৷

নিষেধাজ্ঞা

পশ্চিমাদের নিষেধাজ্ঞা কখনোই রাশিয়াকে অবস্থান থেকে টলাতে পারবে না। মঙ্গলবার ক্রেমলিন এ তথ্য জানায় বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

ইন্টারনেট সমস্য়া

ইউক্রেনের রাজধানী কিভে টিভি টাওয়ার লক্ষ্য করে হামলা রাশিয়ার। টিভি সম্প্রচার ও ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা৷ ইতিমধ্যে কিছুক্ষণের জন্য সম্প্রচার বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে আভ্যন্তরীণ মন্ত্রক৷

ভারতীয় বায়ুসেনা

ভারতীয় বায়ুসেনার পরিবহন বিমান গুলি #OperationGanga-এর জন্য প্রস্তুত৷  ইতিমধ্যে C-17 Globemaster বিমান সহ একাধিক প্লেন তৈরি রয়েছে৷ যেগুলি ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফেরাবে৷ মঙ্গলবার ভারতীয় বায়ুসেনা টুইট করে এমনটাই জানিয়েছে৷

মোদিকে ফোন

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন। ইউক্রেনে ভারতীয় ছাত্র নবীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিনি। মিশেল পরে টুইট করেন৷ তিনি লেখেন, ‘নিরাপরাধ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নির্বিচারে রুশ হামলার কারণে আজ খারকিভে একজন ভারতীয় ছাত্রের প্রাণহানির জন্য আমি @PMOIndia-এর কাছে আমার সমবেদনা প্রকাশ করছি। ইউরোপীয় দেশগুলি আন্তরিকভাবে ভারতীয় নাগরিকদের ইউক্রেন থেকে সরে যেতে সাহায্য করছে৷’

ভারত-ফ্রান্সের কথা

ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভারত-ফ্রান্সের কথা৷ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে কথা৷

মমতার টুইট

ইউক্রেনের খারকিভে ভারতীয় পড়ুয়ার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি টুইটে লিখেছেন, ‘ইউক্রেনের খারকিভে গোলাবর্ষণে আজ ভারতীয় ছাত্র নবীন জ্ঞানগৌদার প্রাণ হারিয়েছেন৷
তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই ধরনের ট্র্যাজেডি আমাদের স্তব্ধ করে দেয়।’’

ভিসার প্রয়োজন নেই

ইউক্রেন থেকে যে সমস্ত ভারতীয় রোমানিয়ায় আশ্রয় নিয়েছেন তাঁদের ভারতে ফিরতে কোনও ভিসার প্রয়োজন নেই৷ রোমানিয়া সরকার মঙ্গলবার  এ বিষয়ে স্পষ্ট জানিয়েছে দিয়েছেন৷  সরকারি তরফে বলা হয়েছে, ‘‘আমরা ইউক্রেন থেকে সরিয়ে নেওয়া এবং বর্তমানে রোমানিয়ার আশ্রয়ে থাকা ভারতীয় শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পেরেছি যে, ভিসার প্রয়োজনীয়তার কারণে কিছু দিন পরে দেশে যেতে পারবে না। আমরা নিশ্চিত করতে চাই যে বিশেষ ফ্লাইটে রোমানিয়া থেকে প্রস্থান করার জন্য কোন ভিসার প্রয়োজন নেই।’’

ফের বৈঠক

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক বুধবার৷ রুশ সরকারি সংবাদ সংস্থা তাস এমনটাই জানিয়েছে৷

এখনই বৈঠক নয়

এখনই রাশিয়া ও ইউক্রেন দুই রাষ্ট্র প্রধানের সঙ্গে কোনও আলোচনা নয়৷

অ্যাডিডাস

রাশিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তিভঙ্গ করল অ্যাডিডাস৷

সন্ত্রাসবাদী রাষ্ট্র

রাষ্ট্রপুঞ্জের আইন সভায় ইউক্রেন প্রেসিডেন্ট  ভলোদিমির জেলেনস্কির আবেদন, ‘‘রাশিয়াকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে চিহ্নিত করতে হবে৷’’

রুশ হুঁশিয়ারি

ইউক্রেনের মাটিতে ফের বড়সড় হামলার হুঁশিয়ারি দিল রাশিয়া৷ রুশ প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, ইউক্রেনের গুপ্তচর সংস্থা ও বিভিন্ন সেনা ঘাঁটির উপর আক্রমণের প্রস্তুতি নিয়ে ফেলেছে তাঁরা৷  ইউক্রেনের নাগরিকদেরও সাবধান করে দিয়েছে রাশিয়া৷ সেনা ঘাঁটির আশপাশ থেকে বাড়ি ঘর ছেড়ে নিরাপদ এলাকায় চলে যাওয়া পরামর্শ দিয়েছে রাশিয়া৷ তাহলে কী এবার ইউক্রেনের রাজধানী কিভে ভয়াবহ কোনও হামলার পরিকল্পনা করেছেন ভলোদিমির পুতিন?

চিনের আশ্বাস

কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে ইউক্রেনকে সাহায্যের আশ্বাস দিল চিন৷ ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র কথা টেলিফোনে কথা হয়৷

সেনা প্রত্যাহার

ইউক্রেনে রক্তপাত বন্ধ করে রাশিয়াকে অবিলম্বে সেনা প্রত্যাহার করতে হবে৷ মঙ্গলবার এমনই সতর্কবার্তা দিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ৷ মস্কোর উপর আরও নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন তিনি৷

আন্তর্জাতিক আইন

আন্তর্জাতিক আইন ভেঙে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া৷ ক্ষোভ প্রকাশ করে বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রধান চার্লস মিশেল৷

উচ্চ পর্যায়ের বৈঠকে মোদি

ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ফের উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভারতীয়দের দেশে ফেরানো-সহ ভারতের অবস্থান ইত্যাদি বিষয়ে আলোচন হয়৷ বৈঠকের শুরুতেই খারকিভ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির ভারতীয় পড়ুয়া নবীন শেখরাপ্পার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন৷

সদস্য পদ বাতিল

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে রাশিয়ার সদস্য পদ বাতিল করতে সবরকম রাস্তা খোলা, জানিয়ে দিল ব্রিটিশ সরকার৷

মৃত্যু

রাশিয়ার রকেট হানায় ৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা-আধিকারিকের মৃত্যু হয়েছে। ১০ জনের বেশি সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।

দেহ ফেরাতে

কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্বাই জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতের পরিবারের সঙ্গে কথা বলেছেন। তাঁর দেহ ফেরানোর সবরকম চেষ্টা চলছে। তিনি বলেন, ‘‘আমি তাঁর পরিবারকে চিনি। তাঁরা আমার খুব কাছের। পরিবারের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। আমরা দেহ উদ্ধার করে ভারতে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করব। আমি প্রধানমন্ত্রী দফতর এবং বিদেশমন্ত্রককে অনুরোধ করেছি। যাতে আমাদের মৃত যুবককে পুনরুদ্ধার করতে সাহায্য করা হয়।

সঙ্গে আছেন প্রমাণ দিন 

ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি ইউরোপীয় পার্লামেন্টে বলেন, আপানারা আমাদের সঙ্গে আছেন, তার প্রমাণ দিন। আপানারা ইউক্রেনকে এভাবে শেষ হয়ে যেতে দেবেন না। ইউক্রেন আপনাদের ছাড়া চলবে না৷ এদিকে সোমবার ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে জেলেস্কি যে আবেদন করেছিলেন তা গ্রহণ করেছে ইউরোপীয় সাংসদ।

প্রধানমন্ত্রী মোদি

ইউক্রেনের খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় মৃত ভারতীয় পড়ুয়ার পরিবারে সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শোক প্রকাশ করে কর্নাটকের মুখ্যমন্ত্রীকে ফোন করেন মোদি। মুখ্যমন্ত্রীর থেকে শেখরাপ্পা জ্ঞানগৌদার ওরফে নবীনের পরিবারের যোগাযোগ নম্বর নেন। কথা বলেন শেখরাপ্পার বাবার সঙ্গে।

 

আবেদন

নেটো প্রধান ফের রাশিয়ার কাছে যুদ্ধ বন্ধের আবেদন করলেন৷

রাষ্ট্রপুঞ্জ

রাষ্ট্রপুঞ্জের মানবধিকার পরিষদ জানাচ্ছে যে, ২৪ ফেব্রুয়ারি সকাল থেকে সোমবার মধ্যে রাত পর্যন্ত রাষ্ট্রপুঞ্জ সবমিলিয়ে ৫৩৬ জন সাধারণ মানুষের হতাহতের খবর পেয়েছে। এর মধ্যে ১৩৬ জন জনের মৃত্যু হয়েছেন। বাকি ৪০০ জন গুরুতর জখম৷ নিহতদের মধ্যে ১৩ জন শিশু আর জখমদের মধ্যে ২৬ জন শিশু।

নিষেধাজ্ঞা

পশ্চিমের দেশগুলি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জোরদার করতে প্রস্তুত। ব্রিটেন প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, পশ্চিমের দেশগুলি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরও জোরদার করতে প্রস্তুত। পোল্যান্ড সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আরও বলেন, ইউক্রেনে আক্রমণ করার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনের উপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞার চাপ অব্যাহত রাখবে।

ইউক্রেন থেকে পালিয়েছে

রাষ্ট্রপুঞ্জের দাবি, কিভে মস্কোর হামলার কারণে এখনও পর্যন্ত ৬ লাখ ৬০ হাজার মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে।
রাষ্ট্রপুঞ্জের শরণার্থী সংস্থার মতে, ইউক্রেনের সংঘাত থেকে ৬৬০,০০০বেশি শরণার্থী প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নিতে পালিয়েছে।

ভারতীয়দের স্থানান্তর

সংবাদ সংস্থা এএনআই-এর মতে, ইউক্রেন থেকে ৯০০০ বেশি ভারতীয় নাগরিককে বের করে আনা হয়েছে। বহু মানুষ এখন নিরাপদ এলাকায় রয়েছে। ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।

ওয়াকআউট

রাষ্ট্রপুঞ্জের মানবধিকার পরিষদের বৈঠকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলতে উঠতেই অসংখ্য কূটনৈতিক ওয়াকআউট করে বেরিয়ে গেলেন৷

হাসপাতালে হামলা

কিভের প্রসূতি সদনের কাছে হামলা৷ এরফলে প্রসূতি হাসপাতাল অ্যাডনিসের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বর্তমানে পরিষেবা ব্যাহত৷

পারমাণু অস্ত্র

রাশিয়ার বিদেশমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ইউরোপ থেকে তাদের পারমাণু অস্ত্র সরিয়ে নেওয়া৷ স্পেক্টেটর ইনডেক্স অনুযায়ী, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্রকে ইউরোপ থেকে তার পারমাণু অস্ত্র সরিয়ে নিতে বলেছেন। লাভরভ আরও বলেন, ‘উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত ইউক্রেনে সামরিক অভিযান চলবে।

ভারতীয় পড়ুয়ার মৃত্যু

খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু৷ ভারতীয় বিদেশ মন্ত্রক মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে৷  মঙ্গলবার সকালে খারকিভের আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী৷ সেই হামলায় এক ভারতীয়র মৃত্যু হয়েছে বলে মন্ত্রক জানিয়েছে৷ ভারতীয় বিদেশ সচিব রাশিয়া এবং ইউক্রেন দূতাবাসের সঙ্গে কথা বলেছেন৷ সূত্রের দাবি, মৃত নবীন শেখরাপ্পা জ্ঞানগৌদার(২১) কর্নাটকের চালাগেরির বাসিন্দা। তিনি ডাক্তারি পড়ুয়া। ২১ বছর বয়স। তিনি দোকানের জিনিস পত্র কিনতে বেরিয়ে ছিলেন। খারকিভের সুপার মার্কেটে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। সে সময় হামলা চলে। ইউক্রেনে ভারতীয় ডাক্তারি পড়ুয়াদের প্রতিনিধি জানান, এখনও ৩-৪ হাজার পড়ুয়া আটকে রয়েছে ইউক্রেনে।

মারিউপোলে হামলা

ইউক্রেনের অ্যাজভ সাগরের কাছে মারিউপোল শহরে রুশ সেনার হামলা৷ গোটা শহর বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত৷ শহরের এক প্রশাসনিক কর্তা পাভলো কায়রিলেঙ্কো সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন৷

ভলিবল প্রতিযোগিতা

২০২২ সালের আন্তর্জাতিক ভলিবল চাম্পিয়নশিপ থেকে বাদ পড়ল রাশিয়া৷

খারকিভে লাগাতার হামলা

ইউক্রেনে লাগাতার হামলা চালাচ্ছে রাশিয়ান সেনা৷ দেশের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ক্ষেপণাস্ত্র হামলা চলছে৷ শহরের বড়বড় বিল্ডিং কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে৷ বসতি এলাকা হওয়ায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা৷ আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি সূত্রে খবর, এখনও পর্যন্ত ৯ জন সাধারণ নাগরিকের দেহ উদ্ধার হয়েছে৷ তার মধ্যে তিন শিশু রয়েছে৷

রাশিয়ার অলিগার্চ এবং ব্যবসায়িক মোগলরা ভ্লাদিমির পুতিনের সম্পদ গোপন করে বলে অভিযোগ। যদিও বিষয়টি অস্পষ্ট রয়ে গেছে যে রাশিয়ান রাষ্ট্রপতির প্রভাবের অধীনে অলিগার্চদের শাস্তি কার্যকর কিনা, পশ্চিমের দেশগুলির নিষেধাজ্ঞার অধীনে অভিজাতদের দিকে নজর দেওয়া হয়েছে।

নিউজ চ্যানেল বন্ধ

রাশিয়ার দুটি নিউজ চ্যানেল আরটি (রাশিয়ান টেলিভিশন) ও স্পুটনিক ইউরোপে বন্ধ করে দেওযা হল। এই চ্যানেল দুটির লাইভ স্ট্রিমিং, ইউটিউব ইত্যাদি সব কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে৷

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
INDIA Alliance | বিরোধী সাংসদদের মিছিলের আগে কী ঘটেছিল? দেখুন এই ভিডিও
00:00
Video thumbnail
Rahul Gandhi | Priyanka Gandhi | পুলিশ ভ্যানে তোলা হল রাহুল-প্রিয়াঙ্কাকে, তারপর কী হল দেখুন
00:00
Video thumbnail
Mahua Moitra | ধ/স্তাধ/স্তিতে অসুস্থ TMC সাংসদ মিতালি বাগ, বাসের মধ্যে জ্ঞান হারালেন মহুয়া মৈত্র
00:00
Video thumbnail
Akhilesh Yadav | ব্যারিকেডে বি/ক্ষো/ভ, রাজপথে ধর্না অখিলেশের
00:00
Video thumbnail
Mahua Moitra | Akhilesh Yadav | ব‍্যারিকেড টপকালেন মহুয়া-অখিলেশ, তারপর কী হল দেখুন
00:00
Video thumbnail
Supreme Court | OBC তালিকা নিয়ে জট কাটবে? দেখুন সুপ্রিম কোর্টে Live শুনানি
00:00
Video thumbnail
Delhi | SIR নিয়ে দিল্লিতে প্রতি/বাদ, প্রিজন ভ্যানে তোলা হল রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে
00:00
Video thumbnail
Supreme Court | OBC | সুপ্রিম কোর্টে চলছে OBC মামলা, দেখুন সরাসরি
00:00
Video thumbnail
SIR | Delhi | SIR নিয়ে দিল্লিতে প্রতিবাদে বিরোধী জোট, কী অবস্থা? দেখুন সরাসরি
00:00
Video thumbnail
SIR | Delhi | বিরোধী সাংসদদের মিছিলের আগে কী ঘটেছিল? দেখুন এই ভিডিও
01:12