কলকাতা টিভি ওয়েব ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই৷ গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ইউক্রেনে হামলা চালাতে সেনা পাঠিয়েছিলেন৷ সেই হামলার ১৪তম দিন। রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন শহরে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে৷ দুই দেশের মধ্যে তিনদফা আলোচনার পরও সংকট সমাধানের কোনও লক্ষণ নেই৷ এদিকে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের প্রতিশোধ হিসেবে রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। আজকের প্রতি মুহূর্তের আপডেট কলকাতা টিভি ডিজিটালে৷
এই মুহূর্তের খবর-
পোল্যান্ডে অ্যান্টি এয়ারক্র্যাফ্ট মিসাইল ব্যাটারি মোতায়েন
পোল্যান্ডে অ্যান্টি এয়ারক্র্যাফ্ট মিসাইল ব্যাটারি মোতায়েন করল পেন্টাগন৷ এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএফপি৷ বলা হয়েছে, মার্কিন বাহিনীর দুটি অ্যান্টি এয়ারক্র্যাফ্ট মিসাইল ব্যাটারি পোল্যান্ড সীমান্তে বসানো হয়েছে৷
উদ্ধারকাজে রাশিয়ার বাধা
বুচা এবং গোস্তোমেল শহরে উদ্ধারকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে৷ ওই দুই শহর থেকে নাগরিকদের নিয়ে বাস রওনা দিচ্ছিল নিরাপদ জায়গায়৷ কিন্তু অভিযোগ, ৫০টি বাসকে আটকে রেখেছে রুশ বাহিনী৷
পুতিন-শোলেৎজ ফোনে কথা
জার্মান চ্যান্সেলর ওলাফ শোলেৎজের সঙ্গে বুধবার ফোনে কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ কূটনৈতিক পথে ইউক্রেন সমস্যার সমাধান নিয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার৷ পাশাপাশি আটকে পড়াদের উদ্ধারে মানব করিডর নিয়ে শোলেৎজের সঙ্গে আলোচনা করেছেন পুতিন৷
দায়মুক্তি
বেলারুশ ‘সম্পূর্ণ দায়মুক্তি’ দিয়ে ভিন্নমতকে চূর্ণ করছে, রাষ্ট্রপুঞ্জের অধিকার প্রধান৷
#BREAKING Belarus crushing dissent with 'complete impunity': UN rights chief pic.twitter.com/G20AF1lbvJ
— AFP News Agency (@AFP) March 9, 2022
উচ্ছেদ করিডোর
ইউক্রেন-রাশিয়া উভয় দেশ বুধবার দিনভর উচ্ছেদ করিডোরে সম্মতি জানিয়েছে৷
সেভেরোদোনেস্টকে ১০ জনের মৃত্যু
সেভেরোদোনেস্টকে ১০ জনের মৃত্যু হয়েছে৷ নিরীহ নাগরিকদের গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি ইউক্রেনের৷ একই সঙ্গে কিভ দাবি করছে, ইউক্রেনে এখনও পর্যন্ত ১২ হাজার রুশ সেনার মৃত্যু হয়েছে৷
সুমিতে বিমান হামলায় ২২ জনের মৃত্যু
সুমিতে এক রাতে ২২ জনের মৃত্যু হয়েছে৷ রুশ বিমান বাহিনীর হামলায় ওই ২২ জন নাগরিকের মৃত্যু হয়েছে৷ সুমির আঞ্চলিক রাষ্ট্রীয় প্রশাসনিক প্রধান দিমিত্রো ঝাইভিটস্কির মতে, রাতারাতি সুমিতে রাশিয়ার বিমান হামলায় ২২ জন মারা গেছে। তাদের মধ্যে তিনজন শিশু ছিল। ইতিমধ্যে, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে ঘোষণার দাবি করেছে৷
KFC, Pizza Hut রাশিয়ায় ব্যবসা বন্ধ করল
KFC এবং Pizza Hut রাশিয়ায় ব্যবসা স্থগিত করেছে। ইয়াম ব্র্যান্ডস ইনকর্পোরেটেড, দুটি ফাস্ট ফুড চেইনের মূল সংস্থা, 8 মার্চ বলেছিল, তারা রাশিয়ায় বিনিয়োগ থামিয়ে দিচ্ছে এবং তার রেস্তোরাঁগুলিতে কাজ বন্ধ করছে৷
‘রাশিয়ার সঙ্গে লড়াইয়ে ভয় পায় ন্যাটো’: জোটে যোগ দিতে আর চাপ দিচ্ছেন না ইউক্রেন
ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তিনি আর ইউক্রেনের জন্য ন্যাটো সদস্যপদ পেতে চাপ দিচ্ছেন না৷ এটি একটি সূক্ষ্ম বিষয়৷ যা তাঁর পশ্চিমপন্থী প্রতিবেশীকে আক্রমণ করার জন্য রাশিয়ার বিবৃত কারণগুলির মধ্যে একটি।
এবিসি নিউজে সোমবার রাতে সম্প্রচারিত একটি সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, “আমি অনেক আগেই এই প্রশ্নটি সম্পর্কে শান্ত হয়েছি৷ যখন আমরা বুঝতে পেরেছি যে… ন্যাটো ইউক্রেনকে মেনে নিতে প্রস্তুত নয়।” “জোট বিতর্কিত জিনিস এবং রাশিয়ার সঙ্গে সংঘর্ষের ভয় পায়”৷
সর্বোচ্চ সংযম
চীনের শি জিনপিং ইউক্রেনে ‘সর্বোচ্চ সংযম’ করার আহ্বান জানিয়েছেন৷ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ এবং চীনের শি জিনপিং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় সমর্থন করেন৷ যাতে সংঘাত বাড়তে না পারে।
ইউক্রেন থেকে পালিয়ে যাওয়া ২ মিলিয়ন লোকের মধ্যে ৮ লাখ শিশু
সেভ দ্য চিলড্রেনের মতে, রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর ইউক্রেন থেকে পালিয়ে যাওয়া দুই মিলিয়ন মানুষের মধ্যে আনুমানিক ৮০০,০০০ শিশু রয়েছে। তাদের মধ্যে অনেকেই নিজেরাই চলে যাচ্ছে৷ সঙ্গী ছাড়াই চলে যাচ্ছেন৷ এনজিওর ইরিনা সাঘোয়ান বিবিসিকে বলেন, ‘‘অভিভাবকরা তাদের সন্তানদের রক্ষা করার জন্য সবচেয়ে মরিয়া৷ হৃদয় বিদারক ব্যবস্থা অবলম্বন করছেন। নিজেদের সন্তানকে প্রতিবেশী এবং বন্ধুদের সঙ্গে দূরে পাঠাতে বাধ্য হচ্ছেন তাঁরা৷ ইউক্রেনের বাইরে নিরাপত্তা খোঁজার জন্য৷ আর নিজেরা বাড়িঘর রক্ষা জন্য থেকে যাচ্ছেন৷’’
অপারেশন গঙ্গা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। ‘অপারেশন গঙ্গা’-এর আওতায় ইউক্রেন থেকে ৯ বাংলাদেশী নাগরিককে উদ্ধারের জন্য৷ অপারেশন গঙ্গার মাধ্যমে বহু নেপালী, তিউনিসিয়ার পড়ুয়াদেরও উদ্ধার করা হয়েছে৷
নগদ লেনদেন
নগদ লেনদেনে নিষেদাজ্ঞা৷ ব্যাংক অফ রাশিয়া নগদ লেনদেনে অস্থায়ী বিধিনিষেধ আরোপ করল৷ বৈদেশিক মুদ্রার অ্যাকাউন্টে বা আমানতের সমস্ত গ্রাহকের তহবিল সংরক্ষণ করা হয়েছে৷
Bank of Russia introduces temporary restrictions for operations with cash currency:https://t.co/tjzsAD2XrN pic.twitter.com/vwprUOo8iW
— TASS (@tassagency_en) March 9, 2022
ডনেটস্কের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর দাবি
ডোনেটস্ক পিপলস রিপাবলিকের পিপলস মিলিশিয়া দাবি করছে,ইউক্রেনীয় জনগণকে মারিউপোল এবং ভলনোভাখা ছেড়ে যাওয়ার জন্য মানবিক করিডোরের অনুমতি দেয়নি৷
কিভের কাছাকাছি রুশ সেনা
লাগাতার গোলাবর্ষণ করে ইউক্রেনের রাজধানী কিভের কাছাকাছি পৌঁছল রুশ সেনা৷ ধারাবাহিক গোলাবর্ষণের আগে প্রায় ৫ হাজার সাধারণ মানুষ শহর থেকে সরানো হয়েছে৷ তা সত্ত্বেও বহু সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে৷
What the #Ukrainian city of #Sumy looks like after the #Russian bombing.
About 5 thousand people were evacuated from there. As a result of the bombing by Russian aviation, civilians were killed, including elderly and children. pic.twitter.com/Fk5srvnklm
— NEXTA (@nexta_tv) March 9, 2022
কোকা-কোলা, পেপসিকো রাশিয়ায় সোডা বিক্রি স্থগিত
কোকা-কোলা কো এবং পেপসিকো মঙ্গলবার জানিয়েছে, তারা রাশিয়ায় সোডা বিক্রি স্থগিত করছে৷
পুনরুদ্ধার
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, ‘‘বিশ্ব রাশিয়ার ভবিষ্যত বিশ্বাস করে না৷ রাশিয়া নিয়ে তারা কথা বলে না। তারা আমাদের সম্পর্কে কথা বলে৷ তারা আমাদের সাহায্য করছে৷ যুদ্ধের পর তারা আমাদের পুনরুদ্ধারে সমর্থন দিতে প্রস্তুত।’’
গোলাবর্ষণ
ইউক্রেনের রাজধানী কিভের দাবি, দেশের বন্দর নগরীতে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। মারিউপোল, ক্রেমলিনে লাগাতার গোলাবর্ষণ করছে রুশ সেনা। গত সপ্তাহ থেকে বন্দর শহরগুলিতে হামলা চলছে।
Важкі часи переживає Україна. Але у ворога – російського окупанта – вони ще гірші. Вони воюють у чужій країні за невелику доплату без можливості відмовитися.https://t.co/HuwOH7necz pic.twitter.com/rXaqGIcXZb
— Генеральний штаб ЗСУ (@GeneralStaffUA) March 8, 2022
‘মানবিক যুদ্ধবিরতি’
বেসামরিক জনগণকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য বুধবার সকালে ইউক্রেনে একটি ‘মানবিক যুদ্ধবিরতি’ ঘোষণা করেছে মস্কো । রাশিয়ার স্পুটনিক নিউজ এজেন্সি জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিভ সহ বেশ কয়েকটি শহর থেকে করিডোরের ব্যবস্থা করা হবে।
জ্বালানি আমদানি বন্ধ
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের প্রতিশোধ হিসেবে রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। বাইডেনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি৷
Let me say to the oil and gas companies and finance firms that back them: We understand that Putin’s war against the people of Ukraine is causing prices to rise. But that is no excuse for excess price increases, or padding profits, or any kind of effort to exploit this situation.
— President Biden (@POTUS) March 8, 2022