Saturday, August 2, 2025
HomeCurrent NewsRussia-Ukraine war: বাইডেন-সহ একাধিক মার্কিন রাষ্ট্রনেতার উপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা রাশিয়ার

Russia-Ukraine war: বাইডেন-সহ একাধিক মার্কিন রাষ্ট্রনেতার উপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা রাশিয়ার

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া৷ শুধু বাইডেনই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের উপরেও ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷রাশিয়ার বিদেশমন্ত্রক এক বিবৃতিতে একথা জানিয়েছে৷ এরফলে, রাশিয়ায় প্রবেশে বাধা পাবেন বাইডেন-সহ অন্যান্যরা৷তাঁরা ব্যক্তিগত ভাবে পুতিন বা রাশিয়ার অন্য কোনও রাষ্ট্র নেতার সঙ্গে যোগাযোগ করতে পারবেন না৷

বিবৃতিতে প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন, সিআইএ প্রধান উইলিয়াম বার্নস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সহ মোট ১৩ জনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ তবে, রুশ বিদেশ মন্ত্রকের দাবি, তারা ওয়াশিংটনের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখছে৷ প্রয়োজনে তালিকায় থাকা ব্যক্তিদের সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগ করে পরবর্তী সিদ্ধান্ত নিশ্চত করবে।

রাশিয়ার আগ্রাসনের মুখে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কূটনৈতিক ভাবে কোণঠাসা করতে মরিয়া ভলোদিমির জেলেনস্কি। আমেরিকা ও ব্রিটেনকে প্রথম থেকেই পাশে পেয়েছেন জেলেনস্কি। জো বাইডেনের সঙ্গে সদ্ভাব থেকে পশ্চিমি দেশের আর্থিক নিষেধাজ্ঞার মধ্যেও পড়তে হয়েছে রাশিয়াকে। প্রতিবেশী বন্ধু দেশ পোল্যান্ড, রোমানিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ফোনে কথা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টের। আবাসিক এলাকায়, হাসপাতালে হামলা চালিয়ে রাশিয়া কী ভাবে ‘যুদ্ধাপরাধ’ করছে, তার বিশদ ব্যাখ্যা দিয়েছেন জেলেনস্কি। রাশিয়ার এই আগ্রাসনকে ‘সন্ত্রাস’ বলে উল্লেখ করেছেন। পুতিন বাহিনীর এই ‘আগ্রাসন’ চাক্ষুষ করতে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের সদস্য তিন দেশের রাষ্ট্রনেতা কিভে ঘুরে গেলেন।

আরও পড়ুন-Jhalda Murder: ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ভাইপোকে গ্রেফতার করল পুলিস

সূত্রের খবর, পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক রিপাবলিকের রাষ্ট্রপ্রধানরা ঝুঁকি উপেক্ষা করে এ দিন যুদ্ধবিধ্বস্ত কিভ নগরী ঘুরে দেখেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে তাঁদের বৈঠকও হয়। দু’দিন আগেই ফোনে পোল্যান্ডের রাষ্ট্রপ্রধানকে ইউক্রেনের বর্তমান পরিস্থিতির কথা জানিয়েছিলেন জেলেনস্কি। তার পরেই কিভ শহরের ধ্বস্ত চেহারা চাক্ষুষ করতে আসেন এই তিন দেশের রাষ্ট্রনেতা।

রুশ বাহিনীর একের পর এক হামলার জেরে খারকিভ, মারিউপোলের মতো শহরগুলো বর্তমানে আক্ষরিক অর্থেই ধ্বংসনগরী। লোকজন শহর ছেড়ে পালিয়েছেন। বাতাসে বারুদ পোড়ার গন্ধ। চারপাশে যেন শ্মশানের নিস্তব্ধতা। পুতিন বাহিনীর এখন লক্ষ্য কিভ। অপারেশন কিভ সফল করতে চারপাশ থেকে রাজধানী শহরটিকে ঘিরে ফেলেছে রুশ সেনা। ক্রমশ তারা মধ্য কিভের দিকে এগোচ্ছে। আরও জোরদার সংঘর্ষের আশঙ্কায় মঙ্গলবার ভারতীয় সময় রাত সাড়ে ১১টা থেকে কিভে কারফিউ জারি হতে চলেছে। এমন একটা সময় ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত তিন দেশের রাষ্ট্রনেতার কিভ সফর তাত্পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Durgapur Incident | কলকাতা টিভি’র খবরের জের, ‘বাংলা বলছে’ শো-এর পরই গ্রে/ফ/তার ২ গোরক্ষক
00:00
Video thumbnail
Hooghly | রচনা vs অসিত? তুলকালাম চুঁচুড়ায়
00:00
Video thumbnail
INDIA | Donald Trump | ট্রাম্পের ২৫% শুল্ক বড় সিদ্ধান্ত ভারতের কী কী পদক্ষেপ দিল্লির? দেখুন
00:00
Video thumbnail
RG Kar Incident | ঝাঁটা হাতে CGO অভিযান দেখুন সরাসরি
00:00
Video thumbnail
Ghatal | ঘাটালের শিলাবতী ও ঝুমি নদীতে বাড়ছে জল, প্লাবিত ঘাটালের একাধিক এলাকা
03:08
Video thumbnail
Politics | মোদি-জামানায় কী চলছে ঠিক? আ/ক্র/মণের শিকার সাংবাদিক
04:39
Video thumbnail
Hooghly | রচনা vs অসিত? তুলকালাম চুঁচুড়ায়
11:54:35
Video thumbnail
Durgapur Incident | কলকাতা টিভি’র খবরের জের, ‘বাংলা বলছে’ শো-এর পরই গ্রে/ফ/তার ২ গোরক্ষক
10:22:56
Video thumbnail
INDIA | Donald Trump | ট্রাম্পের ২৫% শুল্ক বড় সিদ্ধান্ত ভারতের কী কী পদক্ষেপ দিল্লির? দেখুন
11:55:01
Video thumbnail
Nabanna | 'আমাদের পাড়া আমাদের সমাধান' নজরদারির জন্য দায়িত্বে ৪০ জন সিনিয়র আইপিএস
11:38:51

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39