Sunday, August 3, 2025
Homeআন্তর্জাতিকRussia-Ukraine War: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা রাশিয়ার

Russia-Ukraine War: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা রাশিয়ার

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেনের ভূখণ্ডে সেনা অভিযান শুরু করে রাশিয়া। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ ইউক্রেন-রাশিয়া সঙ্কট নিয়ে জরুরি বৈঠকে বসেছে। রাষ্ট্রসংঘের তরফে ইতিমধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের উপরে হামলা চালানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও পুতিন তা মানবেন কি না সময়ই বলবে।

কিয়েভ, খারকিভে মিসাইল হামলা চলছে বলে খবর। মিসাইল হামলা শুরু হওয়ায় ইউক্রেনের সমস্ত বিমান পরিষেবা বাতিল করে দেওয়া হয়েছে। মোবাইল সংযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। ইউক্রেনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ঘোষণার পরই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, এটা অযৌক্তিক। বিনা প্ররোচনায় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার এই যুদ্ধ ঘোষণার সিদ্ধান্ত আমরা মেনে নেব না। রাশিয়াকে এর ফল ভুগতে হবে।

এদিকে ইউক্রেনে সেনা অভিযানে বাধা দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের কথায়, ইউক্রেনে রাশিয়ার অভিযানে যারা হস্তক্ষেপ করবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ভারতের তরফে যে বিশেষ বিমান ইউক্রেনে পাঠানো হয়েছিল, তা এদিন সকালেই নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছে।

আরও পড়ুন: Russia-Ukraine War: পুতিনের সিদ্ধান্ত অযৌক্তিক, কড়া প্রতিক্রিয়া বাইডেনের

ইউক্রেনে আটকে থাকা ২০ হাজার ভারতীয়কে নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

https://twitter.com/PBNS_India/status/1496725680935309312?s=20&t=5NV_wiRZW0omzY9e4Lhpdg

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39