Wednesday, August 6, 2025
Homeআন্তর্জাতিকSri Lanka-India: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে নাক গলায়নি ভারত, অভিযোগ নাকচ

Sri Lanka-India: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে নাক গলায়নি ভারত, অভিযোগ নাকচ

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার নির্বাচনকে ঘিরে ভারত নাক গলাচ্ছে, এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। এক টুইটে বলা হয়েছে, সম্পূর্ণ অনুমান নির্ভর সংবাদ প্রচার করা হচ্ছে। নির্বাচনে সেদেশের রাজনৈতিক নেতাদের উপর প্রভাব খাটানোর অভিযোগ নস্যাৎ করে দেওয়া হয়েছে। টুইটে বলা হয়েছে, এসব প্রচার মিথ্যা। আমরা এটা অস্বীকার করছি। কারও মস্তিষ্কপ্রসূত কল্পনা ছাড়া এরকম খবর ছড়াতে পারে না।
বুধবার নির্বাচনকে ঘিরে পার্লামেন্ট ভবনের বাইরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হয়েছেন রনিল বিক্রমসিঙ্ঘে। এদিন ২ জন এমপি ভোটদানে বিরত ছিলেন, এছাড়া সকলেই ভোটদান করেছেন। এমনকী  পার্লামেন্টের তরফে জানানো হয়েছে, কার্যনির্বাহী প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী ডালাস আল্লাহপেরুমা এবং বামপন্থী নেতা অনুরা দিশানায়কের লড়াই হয়েছে। উল্লেখ্য, এর মধ্যে ডালাসকে প্রধান বিরোধী দলনেতা সাজিথ সরাসরি সমর্থন ঘোষণা করেছিলেন।
নির্বাচন শুরুর আগে দ্বীপরাষ্ট্রের বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাস প্রতিবেশী দেশ ভারতের কাছে সাহায্য প্রার্থনা করেছেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, আমাদের দেশে যে দলেরই প্রার্থী জিতুন না কেন, ভারত সরকার যেন তাদেরই সমর্থন করে। তিনি আরও লিখেছেন, ভারতের জনগণের কাছে তাঁর বিনীত আর্জি যে, যিনিই প্রেসিডেন্টের চেয়ারে বসবেন, তাঁকেই যেন নয়াদিল্লি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কেননা ভারতের সাহায্য ছাড়া দেশের চলতি সঙ্কট থেকে মুক্তির কোনও উপায় নেই।
রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, প্রেমদাস এবং ডালাস রাতারাতি নিজেদের মধ্যে অলিখিত চুক্তি করেছেন। যেখানে একজন প্রেসিডেন্ট হলে, অন্যজন প্রধানমন্ত্রী পদে বসবেন। যদিও রনিল বিক্রমসিঙ্ঘে, যিনি ৬ বারের প্রধানমন্ত্রী, তাঁর দিকেও এসএলপিপির বহু এমপির সমর্থন রয়েছে। ৭৩ বছর বয়সি বিক্রমসিঙ্ঘের রাজনৈতিক কৌশল ও বিচক্ষণতা এঁদের অনেকের থেকেই বেশি। তাহলেও দেশজুড়ে বিক্রমসিঙ্ঘে-বিরোধী হাওয়া জোরাল হওয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী হলেও দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকেই গেল।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Mamata Banerjee | কামারপুকুরে মুখ্যমন্ত্রী, দেখুন সরাসরি
03:50:50
Video thumbnail
Supreme Court | ফের শুরু DA মামলা, সুপ্রিম কোর্ট থেকে Live
02:18:30
Video thumbnail
Supreme Court | সুপ্রিম কোর্টে DA মামলার বি/স্ফো/রণ, দেখুন সরাসরি
01:33:56
Video thumbnail
Supreme Court | লাঞ্চের পর ফের শুনানি শুরু DA মামলার, দেখুন সরাসরি
01:42:25
Video thumbnail
Parliament | CISF | সংসদে হঠাৎ ঢুকে পড়ল সিআইএসএফ জওয়ানরা, কেন? দেখুন চাঞ্চল্যকর খবর
02:03:55
Video thumbnail
Mamata Banerjee | কামারপুকুরে মুখ্যমন্ত্রী, দেখুন সরাসরি
22:25
Video thumbnail
Mamata Banerjee | বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাগুচ্ছ কর্মসূচি
03:42:30
Video thumbnail
Mamata Banerjee | বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আরামবাগের ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রী, দেখুন সরাসরি
33:10
Video thumbnail
Rahul Gandhi | PM Modi | যদি তোমার সাহস থাকে বলো ট্রাম্প মিথ্যেবাদী, রাহুলের আ/ক্র/মণে বেসামাল মোদি
02:36:10
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
02:59:15

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39