Wednesday, August 27, 2025
HomeScrollনতুন বছরে মহাকাশে থেকেই সূর্যোদয় দেখলেন সুনীতা, কবে ফিরবেন তিনি?

নতুন বছরে মহাকাশে থেকেই সূর্যোদয় দেখলেন সুনীতা, কবে ফিরবেন তিনি?

ওয়েব ডেক্স: নতুন রেকর্ড গড়লেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams) । ১৬টি সূর্যোদয় ও সূর্যাস্তের দেখলেন তিনি (16 Sunrises) । বর্তমানে তিনি রয়েছেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ২০২৪ সাল যেখানে শেষ হচ্ছে। নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে। পৃথিবীর বাইরে থেকে এমন অভিজ্ঞতা দেখে শেয়ার করতে ভালো লাগছে।’

উল্লেখ্য, সুনীতা উইলিয়ামস বর্তমানে রয়েছেন বোয়িংয়ের স্টারলাইনার স্পেস ক্রাফ্টে। একমাত্র সঙ্গী বেরি উইলমোর। গত বছরের জুন মাস থেকে তারা মহাকাশে রয়েছেন। তাঁদের ফেরত নিয়ে আসার যানটি বর্তমানে পৃথিবীতে ফেরত পাঠানো হয়েছে। অপরদিকে, নতুন একটি যান তৈরি করে সেটিকে মহাকাশে পাঠানোর চেষ্টা করছে নাসা।

আরও পড়ুন: ইংরেজি বছরের প্রথম দিনে পর্যটন মুডে বাংলা,  চিড়িয়াখানা, মন্দিরে ঢল দর্শকদের

সম্প্রতিএকটি ভিডিও শেয়ার করে নাসা জানিয়েছে, পৃথিবীর বাইরে সুনীতা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে তা আগামীদিনে মহাকাশ গবেষণার নয়া দিশা খুলে দেবে। সেখানেই তারা বড়দিন পালন করছেন। এবার নতুন বছরকে সেখান থেকেই দেখলেন এই দুই মহাকাশচারী।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে এই দুজনকে পৃথিবীর মাটিতে ফিরিয়ে আনবে নাসা। যদিও ফেরত আসার সম্ভবনাও এগিয়ে আসতে পারে বলে অনুমান।

দেখুন আরও খবর:

 

Read More

Latest News