Tuesday, August 5, 2025
HomeCurrent NewsTaliban Bans Drug: আফগানিস্তানে আফিম সহ সমস্ত মাদক চাষ নিষিদ্ধ করল তালিবান...

Taliban Bans Drug: আফগানিস্তানে আফিম সহ সমস্ত মাদক চাষ নিষিদ্ধ করল তালিবান সরকার

Follow Us :

কাবুল: বিশ্বের বৃহত্তর আফিম উৎপাদনকারী দেশ আফগানিস্তান। আর সেখানেই এবার আফিম-সহ সমস্ত প্রকার মাদক চাষ নিষিদ্ধ করা হয়েছে। তালিবান সরকারই আফিম-সহ সমস্ত প্রকার মাদক উৎপাদনে নিষেধাজ্ঞা জারি করেছে।
তালিবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এক আদেশে বলেছেন, “আফগানিস্তানের ইসলামিক এমিরেটের সর্বোচ্চ নেতার আদেশ অনুসারে সমস্ত আফগানদের জানানো হচ্ছে যে, এখন থেকে সারা দেশে আফিম চাষ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।”

কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদিক সম্মেলনে বলেছে, “সরকারি নির্দেশ লঙ্ঘন করলে শরিয়া আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে। ফসল ধ্বংস করা হবে। আদেশ লঙ্ঘনকারীর সঙ্গে শরিয়া আইন অনুযায়ী আচরণ করা হবে।”। আদেশে আরও বলা হয়, অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদন, ব্যবহার বা পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ২০০০ সালের শেষের দিকে আফগানিস্তানে শাসনের সময় তালিবান-রা আফিম চাষ নিষিদ্ধ করেছিল। কারণ, তারা আন্তর্জাতিক বৈধতা চেয়েছিল। কিন্তু মারাত্মক সমালোচনা ও বাধার সম্মুখীন হয়েছিল। পরে বাধ্য হয়ে অবস্থান পরিবর্তন ঘটে।

আফগানিস্তানের আফিম উৎপাদন জাতিসংঘ অনুমান করে। ২০১৭ সালে আফিম উৎপাদনের পরিমাণ ও মূল্য $1.4 বিলিয়নে পৌঁছয়। সম্প্রতি সেই উৎপাদন আরও বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।
তাঁদের আরও দাবি, দেশের ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতি দক্ষিণ-পূর্ব প্রদেশের বাসিন্দাদের অবৈধ ফসল ফলাতে প্ররোচিত করেছে। যা তাদের গমের মতো বৈধ ফসলের চেয়ে দ্রুত এবং বেশি আয় আনতে পারে।

আরও পড়ুন-School Chalo Abhiyan: একশো শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে উত্তরপ্রদেশে ‘স্কুল চলো অভিযান’ চালু করছে যোগী সরকার

নাম প্রকাশে অনিচ্ছুক হেলমান্দের এক বলেন, সম্প্রতি আফিমের দাম বেড়েছে। দাম ইতিমধ্যে দ্বিগুণেরও বেশি হয়েছে। কারণ, তালিবানরা আফিম চাষ নিষিদ্ধ করবে বলে আগেই প্রচার হয়ে যায়।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39