ওয়েব ডেস্ক: দীর্ঘদিনের সম্পর্কে পড়েছে ইতি। বিবাহবিচ্ছেদ (Divorce) ঘটিয়ে দূরে চলে গিয়েছে স্ত্রী। সেই বিষাদে দিনরাত নিজেকে মদের (Alcohol) নেশায় ডুবিয়ে রেখছিলেন স্বামী। মুখে তুলছিলেন না কোনও খাবার। এই অবস্থায় এক মাস পেরোতে না পেরোতেই তাঁর থেকে মুখ ফিরিয়ে নিল জীবন। খাবার না খেয়ে সারাক্ষণ মদ্যপান করার ফলেই হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে মৃত্যু হল মধ্যবয়স্ক ওই ব্যক্তির।
থাইল্যান্ডের (Thailand) রায়ং প্রদেশের বান চাং জেলায় ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। মৃত ব্যক্তির নাম থাউইসাক নামওংসা। তাঁর ১৬ বছর বয়সী ছেলে জানিয়েছে, স্কুল থেকে ফিরে এসে সে বাবাকে অচেতন অবস্থায় পায়। তার ধারণা, একটি খিঁচুনির পর বাবার জ্ঞান হারায়। দ্রুত সিয়াম রায়ং ফাউন্ডেশনের উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। কিন্তু উদ্ধারকারীরা পৌঁছনোর আগেই থাউইসাকের মৃত্যু হয়।
আরও পড়ুন: ল্যাবে তৈরি হল ভ্যাকসিন! ক্যানসার নিয়ে আতঙ্কের দিন এবার শেষ?
ছেলের বয়ান অনুযায়ী, তার বাবা স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন। সেই আঘাত ভুলতে তিনি প্রতিদিনই বিপুল পরিমাণে বিয়ার খেতেন এবং কোনও রকম খাবার মুখে তুলতেন না। ছেলেটি প্রতিদিন বাবার জন্য গরম খাবার রান্না করলেও, মানসিক যন্ত্রণায় থাউইসাক কিছুই খেতে চাইতেন না।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, থাউইসাকের ঘর থেকে ১০০-রও বেশি খালি বিয়ারের বোতল উদ্ধার হয়েছে। বোতলগুলি এমনভাবে সাজানো ছিল যে, বিছানায় যাওয়ার জন্য একটি সরু পথমাত্র খোলা রাখা ছিল। চিকিৎসকরা প্রাথমিকভাবে মনে করছেন অতিরিক্ত অ্যালকোহল সেবনই তার মৃত্যুর প্রধান কারণ হতে পারে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
দেখুন আরও খবর: