Thursday, August 14, 2025
Homeআন্তর্জাতিকভ্যাকসিন নিয়ে সন্দিহান, কোভিড বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভে সামিল ভিয়েনাবাসী

ভ্যাকসিন নিয়ে সন্দিহান, কোভিড বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভে সামিল ভিয়েনাবাসী

Follow Us :

ভ্যাকসিনের উপর ভরসা নেই। কিন্তু সরকার ভ্যাকসিনকে বাধ্যতামূলক ঘোষণা করেছে। তারই প্রতিবাদে শনিবার অস্ট্রিয়ার ভিয়েনায় কয়েক হাজার মানুষ বিক্ষোভে সামিল হন।

শুক্রবার অস্ট্রিয়া সরকারের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার থেকে নতুন করে লকডাউন ঘোষণা করা হচ্ছে। আগামী বছর থেকে করোনা ভ্যাকসিনকে বাধ্যতামূলক করা হয়েছে। এই ঘোষণার পরে শনিবার থেকে কয়েক হাজার মানুষ করোনা ভাইরাসের বিধি নিষেধের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন। হিরোস স্কোয়ারের হফবার্গ প্রাসাদের সামনে তাঁরা শিস ও হাততালি দিয়ে, কেউ কেউ হর্ন ও ড্রাম বাজিয়ে প্রতিবাদ জানান। পুলিশ জানায়, প্রায় ৩৫ হাজার মানুষ এই বিক্ষোভে সামিল হয়েছিলেন। তারা সংক্রমণের বিধি নিষেধ লঙ্ঘন এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পুলিশ এদের মধ্যে থেকে ১০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। বিক্ষোভকারীরা বলেন, এর আগে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই এক সপ্তাহের মধ্যে প্রতিদিনই রেকর্ড সংক্রমণ হয়েছে। সপ্তাহান্তে দৈনিক মৃত্যুর হার ৩ গুণ বেড়েছে। এরপরে ফের লকডাউন ঘোষণা হতে ক্ষোভ প্রকাশ করছে জনসাধারণ। একটি সমীক্ষা থেকে জানা গেছে, অস্ট্রিয়ায় এই মুহূর্তে ইউরোপের মধ্যে সবচেয়ে কম টিকাকরণ হয়েছে।

RELATED ARTICLES

Most Popular