কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ধেয়ে আসছে সুনামি। সতর্কতা (Tsunami warnings) জারি জাপানে। সূত্রের খবর, শনিবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরে হঠাৎ একটি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যূৎপাত শুরু হয়েছে। যার ফলে সুমুদ্রে প্রবল ঢেউ উঠতে শুরু করে। যা ছড়িয়ে পড়তে পারে টোঙ্গা ও জাপানের উত্তর অংশে। ইতিমধ্যেই জাপানসহ যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূল থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে।
জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সুনামির ঢেউগুলি ৩ ফিট পর্যন্ত উঁচু হওয়ার আশঙ্কা রয়েছে। আমামি ওসিমা নামক দক্ষিণের একটি দ্বীপ ও তার পার্শ্ববর্তী এলাকায় ইতিমধ্যেই ১.২ মিটারের সুনামি ঢেউ আছড়ে পড়েছে বলে জানা গিয়েছে।
রবিবারের সতর্কতায় জাপানের ২০১১ সালের সুনামিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোও রয়েছে। আগ্নেয়গিরি থেকে নির্গত ছাই, গ্যাস ও ধোঁয়া সমুদ্রপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত উঁচুতে উঠেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি-ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি গির্জা এবং বেশ কয়েকটি বাড়িতে গরমলাভা ঢুকে পড়ে৷
যার ফলে ইতিমধ্যেই দক্ষিণ জাপানের শিকোকু (Shikoku island) দ্বীপের কাছে দশটি নৌকা ডুবে গিয়েছে। সুনামি সতর্কতার জেরে জাপান এয়ারলাইন্স সারা দেশে বিমানবন্দরে ২৭টি উড়ান বাতিল করেছে। কিছু এলাকায় রেল ও ডাক পরিষেবা বিলম্বিত হয়েছে, কিয়োডো নিউজ জানিয়েছে, কিছু বাসিন্দা উঁচু নিরাপদ জায়গায় সরে গিয়েছেন।
আরও পড়ুন- Omicron America: ওমিক্রন মোকাবিলায় ৫০ কোটি কোভিড টেস্ট কিট বিলোচ্ছে বাইডেন সরকার