Sunday, July 27, 2025
HomeCurrent NewsUkraine Russia War: আমেরিকার সেন্ট্রাল ব্যাঙ্কের সঙ্গে রাশিয়ানদের লেনদেনে নিষেধাজ্ঞা

Ukraine Russia War: আমেরিকার সেন্ট্রাল ব্যাঙ্কের সঙ্গে রাশিয়ানদের লেনদেনে নিষেধাজ্ঞা

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ‘সুইফট’ থেকে রুশ ব্যাঙ্ককে বাদ দেওয়ার পর মঙ্গলবার আমেরিকার সেন্ট্রাল ব্যাঙ্ক সমস্ত প্রকার লেনদেন বন্ধ করেদিল৷ রাশিয়ার সঙ্গে সমস্ত প্রকার আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ কার্যত, আমিকানদের সঙ্গে রাশিয়ানদের আরও কোনও আর্থিক লেনদেনের সুযোগ রইল না৷ দুই দেশের আন্তর্জাতিক বাজার বন্ধ হয়ে যাচ্ছে৷ ধাক্কা খাবে রাশিয়ার আমদানি-রফতানি। মার্কিস সচিব অ্যান্টনি ব্লিঙ্কন বেলারুসের রাজধানী মিনেস্কের দূতাবাস বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছেন৷ সমস্ত আমেরিকানদের রাশিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার এই ধারা বাহিক পদক্ষেপ নতুন কোনও বিপদের আশঙ্কা হিসাবেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা৷

ইউএস ডিপার্টমেন্ট অফ দ্য ট্রেজারি অফিস অফ ফরেন অ্যাসেট কন্ট্রোল (OFAC) মার্কিনদের রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় ব্যাংক, রাশিয়ান ফেডারেশনের জাতীয় সম্পদ তহবিল এবং রাশিয়ান ফেডারেশনের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে লেনদেনে জড়িত হতে নিষেধ করেছে। এই ক্রিয়াটি মার্কিন যুক্তরাষ্ট্রে বা মার্কিন ব্যক্তিদের দ্বারা রক্ষিত রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় ব্যাংকের যেকোনও সম্পদকে কার্যকরভাবে স্থির করে। পাল্টা পুতিন মার্কিন যুক্তরাষ্ট্র ও তাঁর মিত্র দেশের বিরুদ্ধে বিশেষ অর্থনৈতিক ব্যবস্থার ডিক্রিতে স্বাক্ষর করলেন।

 

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের জেরে ইতিমধ্যে আমেরিকা-সহ একাধিক দেশ আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে৷ একাধিক দেশ রাশিয়ান বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে৷ পাল্টা রাশিয়াও ‘নিজের স্বার্থ’ বিবেচনা করে ব্রিটেন, জার্মানি-সহ মোট ৩৬টি দেশের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল৷ সব মিলিয়ে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি জটিল পর্যায়ে পৌঁছচ্ছে।

রাশিয়ার উপর একের পর এক চাপ বাড়তে শুরু করল। ইউরোপীয়ন ইউনিয়ন রুশ সেনার বিরুদ্ধে ইউক্রেনে সেনা বৃদ্ধির কথা বলেছে। ইউক্রেনও পরিস্থিতি মোকাবিলায় নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে। নিজেদের দেশের বন্দিদের ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছে। বিশেষ করে যারা। যুদ্ধ করার ক্ষমতা রাখেন।

আরও পড়ুন-Russia-Ukraine Conflict: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ঘরের মাটিতে পা দিলেন উখড়ার পর্ণশ্রী

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি রাশিয়ান এবং বেলারুশিয়ান ক্রীড়াবিদদের অংশগ্রহণ না করার পরামর্শ দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইউক্রেনিয়ানদের তিন বছর পর্যন্ত থাকার অধিকার দেওয়ার পরিকল্পনা করছে। বিশেষ করে যারা যুদ্ধ পরিস্থিতিতে দেশ থেকে পালিয়েছে। তাঁরা বিশ্বের ২৭ দেশে তিন বছর পর্যন্ত থাকার অনুমোদন দিতে পারে। সংবাদ সংস্থা রয়টার্সকে ইইউ এবং ফরাসি কর্তারা জানিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39