ওয়েব ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই শুল্কবাণ (Tariff Policy) নিক্ষেপ করছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এর জেরে বিশ্বজুড়ে এক অদৃশ্য অস্থিরতা তৈরি হয়েছে। কিন্তু এতে আমেরিকা (USA) আরও মহান হয়ে উঠছে বলে বৃহস্পতিবার দাবি করলেন ট্রাম্প। তাঁর আরোপিত শুল্কের জেরে আমেরিকা আবারও মহান ও সমৃদ্ধ হচ্ছে।
আসলে আগেই ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, পরিমার্জিত মার্কিন শুল্ক নীতি লাগু হবে ১ অগাস্ট থেকে। আর সেই সময়সীমা শেষ হওয়ার ২৪ ঘণ্টা আগে একাধিক দেশ আমেরিকার সঙ্গে চুক্তি করতে হুড়োহুড়ি শুরু করেছে। শেষ মুহূর্তে দক্ষিণ কোরিয়া (South Korea) আমেরিকার সঙ্গে চুক্তি করে ১৫ শতাংশ শুল্কে রফা করেছে। অথচ এশিয়ার এই দেশকে আগে ২৫ শতাংশ শুল্ক লাগুর হুমকি দিয়েছিল মার্কিন প্রশাসন।
আরও পড়ুন: ভারত-রাশিয়া সুসম্পর্কে চক্ষুশূল ট্রাম্পের! এবার কী হবে?
তবে ট্রাম্পের অতিরিক্ত শুল্কের জেরে জোর ধাক্কা খেয়েছে ভারত (India)। ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে আলোচনার পরও কোনও বাণিজ্য চুক্তি না হওয়ায় শুক্রবার থেকে ভারতের পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। এছাড়া রাশিয়ার অস্ত্র ও জ্বালানি ক্রয়ের কারণে ভারতকে অতিরিক্ত শাস্তির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
তবে মার্কিন শুল্ক নীতিতে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে চলেছে ব্রাজিল (Brazil)। দক্ষিণ আমেরিকা মহাদেশের এই দেশের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরেসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন ট্রাম্প। যদিও এই শুল্ক কার্যকর হবে ৬ আগস্ট থেকে।
এদিকে কম্বোডিয়া ও থাইল্যান্ডের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি হয়েছে আমেরিকার। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ব্রিটেন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এবং দক্ষিণ কোরিয়াও আমেরিকার সঙ্গে কম মাত্রায় শুল্ক চুক্তি করেছে।
দেখুন আরও খবর: