কলকাতা টিভি ওয়েব ডেস্কঃ রাশিয়া (Russia)-ইউক্রেন (Ukraine) সংকট (Russia-Ukraine Crisis) ক্রমশ জটিল হচ্ছে।এই পরিস্থিতিতে রাশিয়া ইউক্রেনের দুটি বিচ্ছিনতাবাদী শক্তি ডোনেটস্ক এবং লুগানস্ককে স্বীকৃতি দেওয়ায় সংকট আরও পেকেছে। মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করল ভারত (India)।
রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী সদস্য টিএস তিরুমূর্তি (TS Tirumurti) বলেন, কূটনৈতিক স্তরে আলাপ আলোচনাই সমাধানের একমাত্র পথ। রাশিয়া (Russia & Ukraine) এবং ইউক্রেনের এই আলোচনার ওপরেই বিশেষ জোর দেওয়া উচিত।তিনি আরও বলেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ওই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা ব্যাহত আশঙ্কা দেখা দিয়েছে।ভারত মনে করে, ওই দুই গোষ্ঠীকে রাশিয়ার স্বীকৃতি দেওয়ার অর্থ জটিলতা আরও বাড়বে। ইউক্রেনের সরকারি আধিকারিকদের বক্তব্য, এই সুযোগে ওই দুই গোষ্ঠী রাশিয়ার সামরিক সাহায্য চাওয়ার সুযোগ পেয়ে যাবে, যা কোনও মতেই বাঞ্ছিত নয়।
রাশিয়া এবং ইউক্রেনের সম্পর্ক যেদিকে গড়াচ্ছে তাতে ভারত বেশি চিন্তিত ইউক্রেনে বসবাসকারী ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে। এই মুহূর্তে ইউক্রেনের বিভিন্ন অংশে প্রায় ২০ হাজার ভারতীয় নাগরিক রয়েছেন।তাঁদের মধ্যে অনেকেই পড়াশোনা করেছেন। অনেকে সেখানে রয়েছেন চাকরির সূত্রে।
আরও পড়ুন Ukraine Crisis: ইউক্রেন সংঘাত অবসানে শান্তি পরিকল্পনার কোন সম্ভাবনা নেই, দাবি পুতিনের
এক ভারতীয় কূটনীতিক বলেন, ভারতীয় নাগরিকদের নিরাপত্তাই আমাদের কাছে এখন অগ্রাধিকার। ইতিমধ্যেই ভারতীয় দূতাবাস ইউক্রেনে বসবাসকারী নাগরিকদের দ্রুত ফিরে আসার পরামর্শ দিয়েছে। এর জন্য বিশেষ বিমানেরও ব্যবস্থা করা হয়েছে।
নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও ভারত কিন্তু কৌশলী চাল চেলেছে। টি এস তিরুমুর্তি বৈঠকে যেমন ইউক্রেনের সার্বভৌমত্বের বিষয়টি এড়িয়ে গিয়েছেন, তেমনই রাশিয়ার ভূমিকারও কোনও সমালোচনা করেননি। শুধু সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দায় সেরেছেন তিনি। তিরুমুর্তি বলেন, ‘আমরা চাই আন্তর্জাতিক শান্তি ও সম্প্রতি বজায় থাকুক। দুই পক্ষই পারস্পরিক আলোচনার পরিবেশ তৈরি করুক।’