Sunday, August 3, 2025
Homeআন্তর্জাতিকUkraine-Russia Conflict: কিভ কি পতনের মুখে, ইউক্রেনের রাজধানী শহর ঘিরে ফেলছে রুশসেনা

Ukraine-Russia Conflict: কিভ কি পতনের মুখে, ইউক্রেনের রাজধানী শহর ঘিরে ফেলছে রুশসেনা

Follow Us :

কিভ: উপগ্রহ চিত্র বলছে, কিভের আরও কাছাকাছি পৌঁছে গিয়েছে রুশসেনা (Russian forces getting closer to Kyiv)। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রকও একই কথা বলছে। ফলে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও জোরদার সংঘর্ষ অপেক্ষা করছে। ব্রিটেন প্রতিরক্ষা মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, উত্তর কিভে ইতিমধ্যে প্রচুর সংখ্যক রুশসেনা (Russia-Ukraine war) পৌঁছে গিয়েছে। কিভের উত্তর-পূর্বে যুযুধান দু’পক্ষের মধ্যে জোরদার সংঘর্ষ চলছে। মধ্য কিভ থেকে আর মাত্র ২৫ কিলোমিটার দূরে পুতিন বাহিনী। ফলে,  ব্রিটিশ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, কিভ শহরকে চারদিক থেকে ঘিরে ফেলাই লক্ষ্য পুতিন বাহিনীর। ইউক্রেনীয় সেনা এত সহজে কিভের দখল রাশিয়াকে নিতে দেবে কি না, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ছবিটা স্পষ্ট হয়ে যাবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ইগোর কোনাশেনকভ এদিন দাবি করেন, বিগত কয়েক দিনে ইউক্রেনের ৩,৪৯১টি সামরিক পরিকাঠামো তাঁরা গুঁড়িয়ে দিয়েছেন। যদিও ইউক্রেনের তরফে এ বিষয়ে কোনও তথ্যই দেওয়া হয়নি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধপরিস্থিতি ক্রমে খারাপ থেকে খারাপতর হচ্ছে। প্রতিশ্রুতির খেলাপ করে আবাসিক এলাকাগুলিতেও হামলা চালানোর অভিযোগ উঠেছে রুশ সেনার বিরুদ্ধে। রাশিয়া যে কোনও সময় জৈব বা রাসায়নিক অস্ত্র নিয়ে হামলা চালাতে পারে বলেও সতর্ক করেছে আমেরিকা।

আরও পড়ুন: Russia-Ukraine Conflict: নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ রাশিয়া, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ধ্বংসের হুঁশিয়ারি

শুক্রবার আকাশপথে ইউক্রেনের তিনটি শহর লক্ষ্য করে হামলা চালিয়েছে পুতিন বাহিনী। যুদ্ধের আগুনে এই শহরগুলিতে হাজারে হাজারে নাগরিক। ইউক্রেনের সরকারি একটি সূত্রে দাবি করা হয়েছে, রাশিয়ার তৃতীয় মেজর জেনারেলও তাদের প্রত্যাঘাতে নিহত হয়েছেন। ভ্লাদিমির পুতিনের উপর আরও আর্থিক চাপ বাড়াতে রাশিয়া থেকে সামুদ্রিক খাবার, ভদকা ও হিরে আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39