Saturday, August 9, 2025
HomeCurrent NewsUkraine-Russia War Live: ইউক্রেনের আরও এক মেয়রকে অপহরণ

Ukraine-Russia War Live: ইউক্রেনের আরও এক মেয়রকে অপহরণ

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ১৮তম দিন৷ ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির বক্তব্য, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য রাজি আছেন৷ কিন্তু যুদ্ধ বন্ধ রাখতে হবে৷ শনিবার ইউক্রেন প্রেসিডেন্ট দাবি করেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায় ১৩০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। স্যাটেলাইট চিত্রগুলি অনুযায়ী, রুশ বাহিনী রাজধানী শহর কিভ থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে। এরকম প্রতিটি মুহূর্তের খবরের আপডেট কলকাতা টিভি ডিজিটালে৷

এই মুহূর্তের খবর

দূতাবাস সরল

পরপর শান্তি আলোচনাও ব্যর্থ। এমত অবস্থায় ইউক্রেনের ভারতীয় দূতাবাসকে নিরাপদ বলে মনে করছে না নয়াদিল্লি। ভারতীয় দূতাবাস কর্মীদের নিরাপত্তার কথা ভবেই ইউক্রেনের পড়শি দেশ পোল্যান্ড সাময়িক ভাবে সরছে দূতাবাস। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পোল্যান্ড থেকেই দূতাবাসের কাজ চলবে।

ভারতের বিদেশমন্ত্রকের তরফে রবিবার এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ইউক্রেনের ভারতীয় দূতাবাস সামিয়ক ভাবে পোল্যান্ডে সরানো হচ্ছে। ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ার কারণেই এই সিদ্ধান্ত। কূটনৈতিক অঞ্চলে হামলা হবে না বলেই রাশিয়ার তরফে আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু ইউক্রেনের পশ্চিমাংশে হামলা হওয়ার পর আর ভরসা রাখতে পারছে না নয়াদিল্লি।

আরও এক মেয়রকে অপহরণ

সংঘাতের আবহে রুশ সেনার বিরুদ্ধে আরও এক মেয়রকে অপহরণের অভিযোগ তুলল  ইউক্রেন প্রশাসন। অভিযোগ, রবিবার দিনিপ্রোরুদনে শহরের মেয়র ইয়েভজেনি মাতভেয়েভকে অপহরণ করা হয়েছে। ইউক্রেনের দাবি যদি সত্যি হয়, এ নিয়ে দ্বিতীয় মেয়র অপহৃত হলেন।

এই ঘটনার ২৪ ঘণ্টা আগেই ইউক্রেন দাবি করেছিল, মেলিটোপোলের মেয়রকে রুশ সেনা অপহরণ করে নিয়ে গিয়েছে। ইউক্রেনের দক্ষিণপূর্বের মেলিটোপোল শহরটির ইতিমধ্যে দখল নিয়েছে পুতিন বাহিনী।

ফের ন’জনের মৃত্যু

দক্ষিণের মাইকোলাইভ শহরে বোমা হামলায় নয়জন নিহত হয়েছেন৷

 জ্বালানির জন্য রাশিয়ার উপর নির্ভরতা বন্ধ করতে চায় জার্মানি

জ্বালানির জন্য ২০২২ সালের মধ্যে রাশিয়ার উপর উপর নির্ভরতা বন্ধ করবে জার্মানি৷ রবিবার জার্মান ভাইস চ্যান্সেলর রবার্ট হ্যাবেক জানান, রাশিয়ার জ্বালানি সরবরাহের উপর তাঁর দেশ চলতি বছরের শেষ নাগাদ দূর হবে। রাশিয়ান ক্রুডের উপর জার্মানির নির্ভরতা প্রায় নির্মূল হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, ‘‘আমরা প্রতিদিন কাজ করি৷ প্রকৃতপক্ষে দিনরাত এক করে কাজ করছি৷ যাতে রাশিয়ান তেল, কয়লা এবং গ্যাসের উপর নির্ভরতা কমাতে পারি৷’’

রুশ সেনার গুলিতে মৃত্যু হল ৯ জনের

রুশ সেনা বাহিনী লভিভ সামরিক ঘাঁটিতে গুলি চালায়৷ তাতে ৯ জন নিহত হয়েছেন৷ আর ৫৭ জন গুরুতর জখম হয়েছেন৷ উচ্ছেদ পর্ব চলছে বিভিন্ন এলাকায়৷ ট্রেনেও হামলা করা হয়৷

সংঘর্ষ থামাতে তাই রাশিয়ার কাছে বারবার আলোচনার দাবি জানিয়েছেন জেলেনস্কি৷ রিপোর্ট অনুযায়ী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জেরুজালেমে বৈঠকের প্রস্তাব দিয়েছেন তিনি৷ যে কারণে ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে কিভ ও মস্কোর মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের আবেদন জানিয়েছেন৷ উল্লেখ্য, কিছুদিন আগে গোপনে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে মস্কো গিয়েছিলেন বেনেট৷ পরে তিনি ফোনে কথা বলেন জেলেনস্কির সঙ্গে৷ ইজরায়েলের প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন, দুই দেশ চাইলে তিনি মধ্যস্থতা করতে রাজি৷ কিন্তু মস্কো জানিয়েছে, তাদের শর্ত পুরোপুরি মানলে তবেই আলোচনায় বসবেন পুতিন৷

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
RG Kar Incident | আরজি কর কাণ্ড, শুরু হল মশাল মিছিল
00:00
Video thumbnail
Modi-Putin | পুতিনের সঙ্গে টেলিফোনে কথা মোদির, কী কী বিষয়ে কথা? দেখুন বড় আপডেট
00:00
Video thumbnail
Birbhum | তিলপাড়া ব্যারেজের গার্ডয়ালে ভাঙন, দুর্ঘ/টনা এড়াতে বন্ধ যান চলাচল, দেখুন বড় আপডেট
00:00
Video thumbnail
Abhishek Banerjee | SIR তোপ অভিষেকের, ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে কী বললেন? দেখুন এই ভিডিও
00:00
Video thumbnail
Nabanna Abhijan | শনিবার নবান্ন অভিযান আটকাতে ব্যারিকেড পুলিশের, দেখুন সেই ভিডিও
00:00
Video thumbnail
Buddhadeb Bhattacharya | ১ বছর, নেই বুদ্ধদেব ভট্টাচার্য
00:00
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | ফের রাতদখল, প্রতিবাদ না আত্মপ্রচার?
00:00
Video thumbnail
Stadium Bulletin | কোহলির নতুন লুকে কি 'বিরাট' বার্তা?
17:11
Video thumbnail
Beyond Politics | নির্বাচন কমিশন কার? মোদি না জনতার?
00:23
Video thumbnail
Beyond Politics | বিরোধী দলনেতা বো/মা ফাটালেন কমিশনের জারিজুরি ফাঁস করলেন
00:17