ওয়েব ডেস্ক: প্রশান্ত মহাসাগরের তীরে ফের সুনামির (Tsunami) আতঙ্ক। রাশিয়া পূর্ব উপকূলে ৮.৮ মাত্রার প্রবল ভূমিকম্পের (Earthquake) পরই সুনামি সতর্কতা জারি করেছে মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস (National Weather Service)। হাওয়াই, আলাস্কা এবং সমগ্র মার্কিন পশ্চিম উপকূলের পাশাপাশি জাপানেও জারি হয়েছে সতর্কতা (Alert)।
বুধবারের এই ভূমিকম্প কামচাটকা অঞ্চলে ১৯৫২ সালের পর অন্যতম শক্তিশালী বলে জানিয়েছে ভূমিকম্প বিশেষজ্ঞরা। NWS জানিয়েছে, তিন মিটার পর্যন্ত উচ্চতার সুনামি ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে। তারা সতর্ক করে বলেছে, “প্রথম ঢেউ সবচেয়ে বড় নাও হতে পারে, এবং প্রাথমিক ঢেউয়ের পর দীর্ঘ সময় ধরে বিপদ থাকতে পারে।”
আরও পড়ুন: ‘২০২৫- এর জুলাইয়ে সুনামি হবে’, মিলে গেল বাবা ভাঙ্গার ভবিষ্যত বাণী
এই অবস্থায় হাওয়াইয়ের মাউই দ্বীপে সুনামি সতর্কতার সাইরেন বাজতে শোনা যায়। ফিনান্স টেকনোলজিসের প্রতিষ্ঠাতা এডওয়ার্ড ডাউড এক্স-এ একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “মাউইতে ১১ বছর আছি, এই প্রথম সুনামির অফিসিয়াল সাইরেন শুনলাম।” পরে তিনি জানান, তিনি মাউই মেডোসে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০০ ফুট উঁচুতে চলে গিয়েছেন। ডাউড লেখেন, “আমি ভালো আছি। আমরা যুদ্ধের মতো প্রস্তুত।” তার ভিডিওটি ঘিরে নেটমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তার নিরাপত্তার জন্য প্রার্থনা করেছেন, আবার কেউ আরও উঁচু স্থানে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
Been on Maui 11 years. My first official Tsunami siren. pic.twitter.com/w65Dcxu9j3
— Edward Dowd (@DowdEdward) July 30, 2025
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, “প্রশান্ত মহাসাগরে বিশাল ভূমিকম্পের কারণে হাওয়াইবাসীদের জন্য সুনামি সতর্কতা জারি হয়েছে। আলাস্কা ও মার্কিন পশ্চিম উপকূলের জন্যও সুনামি ওয়াচ কার্যকর রয়েছে। জাপানও ঝুঁকির মধ্যে রয়েছে।” অন্যদিকে জাপান সরকার জনগণকে উপকূলীয় ও নদীপারের এলাকা থেকে অবিলম্বে উচ্চ ভূমি বা নির্ধারিত আশ্রয় কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
দেখুন আরও খবর: