ওয়েব ডেস্ক : প্রথমে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক (Tariffs)। এর পর ইরান থেকে পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত পণ্য কেনার কারণে ভারতীয় ৬টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করল ট্রাম্প প্রশাসন (Trump Government)। পরমাণু চুক্তি না মানার জন্য ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা (America)। কিন্তু তা সত্বেও যে সব সংস্থা ইরানের সঙ্গে বাণিজ্য করে চলেছে তাদের উপর নেমে এল মার্কিন খাঁড়ার ঘা।
মার্কিন বিদেশ দফতরের তরফে এক বিবৃতিতে বলে হয়েছে, “ইরানি সরকার (Iran Government) মধ্যপ্রাচ্যে সংঘাতের ইন্ধন জোগাচ্ছে। অস্থিরতা তৈরি করার জন্য অর্থায়ন করছে। ইরানি শাসকগোষ্ঠী নিজস্ব জনগণের উপরও নির্যাতন করছে। তাই ইরানের আর্থিক শক্তি কমানোর জন্যই আমেরিকা এই ব্যবস্থা নিয়েছে।” তাই ইরানের বাণিজ্যে আঘাত আনতে বিশ্বজুড়ে মোট ২০টি সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। এর মধ্যে ভারতের ৬টি কোম্পানি রয়েছে।
আরও খবর : ‘যাওয়ার পালা’, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে ড. দেবপ্রিয় ভট্টাচার্য
অন্যদিকে বুধবার ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া (Russia) থেকে প্রচুর পরিমাণ তেল ও অস্ত্র কেনার কারণেই এই শুল্ক আরোপ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন। নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশালে ট্রাম্প জানিয়েছিলেন, “মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও, আমরা বছরের পর বছর ধরে তাদের সঙ্গে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি। কারণ তাদের শুল্ক অনেক বেশি, বিশ্বের সর্বোচ্চের মধ্যে। এছাড়াও, রুশ শক্তি সম্পদের সবচেয়ে বড় ক্রেতা ভারত এবং চীন। এমন এক সময়ে যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক ! তাই ভারত ২৫% শুল্ক (Tariffs) বসানো হল।”
অবশ্য এ নিয়ে ভারতের তরফে জানানো হয়েছে, জাতীয় স্বার্থকে সুরক্ষিত করতে সবরকম ব্যবস্থা নেবে ভারত সরকার। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যচুক্তি (Trade Deal) সেরে ফেলল আমেরিকা। পাকিস্তানে (Pakistan) যে তেলের ভাণ্ডার রয়েছে, দুই দেশ তার উন্নতি সাধনের জন্য একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ট্রাম্প।
দেখুন অন্য খবর :