কলকাতা টিভি ওয়েব ডেস্ক: অস্কারের মঞ্চে চড় মেরেছিলেন সঞ্চালক ক্রিস রককে। এর জেরে অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথকে কড়া শাস্তির মুখে পড়তে হল। অস্কারের মঞ্চ থেকে স্মিথকে ১০ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল অস্কারের আয়োজক সংস্থা ‘অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস এবং সায়েন্সেস’। স্মিথ তাঁর আচরণের জন্য আগেই ক্ষমা চেয়ে অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেন। কিন্তু তাতেও শাস্তি থেকে রেহাই মিলল না।
অনুষ্ঠান চলাকালীন উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটের অসুস্থতা নিয়ে ঠাট্টা করেন সঞ্চালক ক্রিস রক। এর ফলে মেজাজ হারিয়ে ক্রিসের গালে চড় কষিয়ে দেন উইল। স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য শুক্রবার বৈঠকে বসে অ্যাকাডেমি। সেখানেই ১০ বছরের জন্য অস্কারে নিষিদ্ধ উইল স্মিথকে নিষিদ্ধ করার বিষয়টি চূড়ান্ত হয়। অ্যাকাডেমির সভাপতি ডেভিড রুবিন বলেন, স্মিথ অ্যাকাডেমির স্ট্যান্ডার্ড অফ কনডাক্ট লঙ্ঘন করেছেন৷
স্মিথ ক্ষমা চেয়ে তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ক্রিস আমি আপনার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইছি। আমি আমার সীমা অতিক্রম করেছি এবং ভুল করেছি। আমার কর্মকাণ্ডের জন্য আমি লজ্জিত। আমি যে ধরনের মানুষ হতে চাই সেটা এটা নয়। আমার এই আচরণ বিশ্বজুড়ে যাঁরা দেখছেন, তাঁদের কাছেও আমি ক্ষমাপ্রার্থী। ক্ষমা চাইছি অ্যাকাডেমি অনুষ্ঠানের প্রযোজক এবং সমস্ত অংশগ্রহণকারীদের কাছেও।’
আরও পড়ুন: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের শিশুদের পাশে প্রিয়াঙ্কা,বিশ্ব নেতাদের কাছে আবেদন