কলকাতা টিভি ওয়েব ডেস্ক: আগামী ৭ ও ৮ মার্চ আন্তর্জাতিক আদালতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের শুনানি হবে৷ মঙ্গলবার রাতে এমনটাই জানিয়েছে বিশ্ব আদালত৷ আদালত এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, বিচার ব্যবস্থার প্রধান অঙ্গ রাষ্ট্রপুঞ্জ৷ আগামী সোমবার ও মঙ্গলবার ৭-৮ মার্চ গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের অধীনে গণহত্যা মামলার শুনানি করবে৷’
মঙ্গলবারই রাষ্ট্রপুঞ্জের শরণার্থী সংস্থা জানিয়েছে, প্রাণ বাঁচাতে ইতিমধ্যে ৬ লাখ ৬০ হাজার মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে৷ প্রাক্তন সোভিয়েত ইউক্রেনের মধ্যে এক মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে৷ যার জনসংখ্যা ৪৪ মিলিয়ন।
রাষ্ট্রপুঞ্জ বলছে, আগামী মাসগুলিতে চার মিলিয়ন পর্যন্ত শরণার্থীর সাহায্যের প্রয়োজন হতে পারে এবং আরও ১২ মিলিয়নের দেশে সহায়তার প্রয়োজন হবে। আন্তর্জাতিক ক্রিমিনাল আদালতের প্রসিকিউটর করিম খান ঘোষণা করেন, তিনি রাশিয়ার আক্রমণের পরে ‘ইউক্রেনের পরিস্থিতি’ নিয়ে তদন্ত শুরু করেছেন। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘‘আমি সন্তুষ্ট এই ভেবে যে ২০১৪ সাল থেকে ইউক্রেনে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ উভয়ই সংঘটিত হয়েছে৷ এবং তা বিশ্বাস করার যুক্তিসঙ্গত ভিত্তি রয়েছে।’ ইউক্রেনে লাগাতার রক্তক্ষয়ী সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য রাশিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বয়কটের সম্মুখীন হচ্ছেন৷
উল্লেখ্য, গত রবিবার রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আবেদন জমা দেয় ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টুইটারে লেখেন, “রাশিয়ার আগ্রাসনকে ন্যায্যতা দেওয়ার জন্য গণহত্যার ধারণাকে কাজে লাগানোর জন্য রাশিয়াকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আমরা আদালতের অনুরোধ করছি তাড়াতাড়ি রাশিয়ার এই সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দিক আদালত এবং পরের সপ্তাহেই রাশিয়ার বিরুদ্ধে ট্রায়াল শুরু হোক।’’
আরও পড়ুন-চতুর্থ স্তম্ভ: হাল্লা চলেছে যুদ্ধে