কলকাতা টিভি ওয়েব ডেস্ক: চার দিন পর ইন্টারনেট (Internet service return) পরিষেবা ফিরল ইয়েমেনে (Yemen)। মঙ্গলবার থেকে পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা জানিয়ে দেয় ইন্টারনেট ব্লকেজ দেখভাল সংক্রান্ত সংস্থা নেটব্লক্স। হুথি গোষ্ঠীর উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজি টুইটে লিখেছেন, ক্ষয়ক্ষতি মেরামত এবং পরিষেবা পুনরুদ্ধারের চেষ্টা করা হয়েছে। আমার বন্ধু এবং প্রিয়জনরা, তোমাদের সকলকে খুব মিস করেছি।
ইয়েমেনে গত সাত বছর ধরে দুটি গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। তারই পরিণতিতে গত ২৩ জানুয়ারি এক বিমান হানায় বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয় ইন্টারনেট পরিষেবা। হোদেইদায় রেড সি নগরীতে হউথির সেনা ঘাঁটি লক্ষ্য করে ওই বিমান হানা হয়। ইন্টারনেট পরিষেবা ক্ষতিগ্রস্ত হওয়ায় সবচেয়ে অসুবিধায় পড়েন বাইরে থাকা ইয়েমেনের লোকজন। তাঁরা পরিবারের কাছে টাকা পাঠাতে সমস্যায় পড়েন।
এই যুদ্ধের ফলে ইয়েমেনের অর্থনীতি বিদ্ধস্থ হয়ে পড়েছে। লাখ লাখ মানুষ চরম দারিদ্রে ভুগছে। দেশে প্রায় দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ইন্টারনেট পরিষেবা বসে যাওয়ায় ভেঙে পড়েছিল যোগাযোগ ব্যবস্থাও। হউথির একটি সংবাদ সংস্থা জানাচ্ছে দেশের যোগাযোগ মন্ত্রক রাষ্ট্রপুঞ্জকে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করার ব্যপারে সাজ সরঞ্জাম পাঠাতে অনুরোধ করেছিল।
আরও পড়ুন রাশিয়াকে রুখতে ইউক্রেন সীমান্তে মোতায়েন ৮,৫০০ মার্কিন সেনা