Tuesday, August 19, 2025
Homeপ্রযুক্তি5G Software Update for iPhone: প্রতীক্ষার অবসান, আইফোনে ৫জি যুগের সূচনা ভারতে

5G Software Update for iPhone: প্রতীক্ষার অবসান, আইফোনে ৫জি যুগের সূচনা ভারতে

Follow Us :

প্রতীক্ষার অবসান, ভারতে অবশেষে আইফোনে আনুষ্ঠানিকভাবে সূচনা হল ৫জি যুগের (5G Era)। বুধবার আইওএস ১৬.২ আপডেট (iOS 16.2 Update) সর্বসাধারণের জন্য উপলব্ধ করেছে টেক জায়ান্ট অ্যাপল (Tech Giant Apple Inc.)। আর তার সঙ্গে সঙ্গে ক্রিসমাসের (Christmas) আগে ভারতীয় উপমহাদেশে আইফোন ইউজারদের (iPhone Users) জন্য সুখবর বয়ে নিয়ে এসেছে আইওএস ১৬.২-এর এই স্টেবল আপডেট (Stable Update)। এর আগে বিটা ইউজারদের জন্য এই ভার্সন উপলব্ধ ছিল এবং সম্প্রতি আইওএস ১৬.২ আরসি (iOS 16.2 Release candidate – RC) আপডেট দিতে শুরু করেছিল অ্যাপল। তখনই আশা করা হচ্ছিল, প্রত্যাশা মতোই ডিসেম্বরের মাঝামাঝি ভারতে ঐতিহাসিক পরিবর্তন আসতে চলেছে আইফোনে। প্রথামাফিক অ্যাপল তাদের বেশিরভাগ প্রোডাক্ট লঞ্চ সপ্তাহের বুধবার দিনটিতেই করে থাকে। এক্ষেত্রেও তাই ঘটল। 

ফাইভজি আইফোন অনেকদিন আগেই হাতে এসেছে বহু অ্যাপল প্রোডাক্টপ্রেমী এবং ইউজারদের (Apple Product Lovers and Users)। সময়টা বছর দু’য়েকের মতো হবে। কিন্তু এতদিন ভারতে ৫জি মোবাইল পরিষেবা (5G Mobile Service) শুরু হয়নি। গত অক্টোবরেই ফাইভজি অকশন হয় এবং তারপরই ভারতে ফাইভজি মোবাইল পরিষেবার ছাড়পত্র পেয়েছে ভারতে মোবাইল পরিষেবার প্রদানকারী সংস্থাগুলি।

আরও পড়ুন: Share Market: সপ্তাহের মাঝামাজিতে হালকা উত্থান শেয়ার বাজারে

এয়ারটেল, জিও এবং ভিআই (পূর্বেকার ভোডাফোন আইডিয়া) – এই তিনটি বৃহত্তম মোবাইল ক্যারিয়ার ফাইভ জি পরিষেবা প্রদানের ছাড়পত্র পেয়েছে। অক্টোবরেই এয়ারটেল এবং জিও জানিয়ে দিয়েছিল তারা ৫জি পরিষেবা এই বছরই শুরু করছে এবং ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে সারা ভারতের প্রতিটি কোণায় পৌঁছে যাবে ফাইভজি, তেমনটাই প্রত্যাশা করা হচ্ছে। ভিআই অবশ্য এখনও পর্যন্ত ঘোষণা করেনি, তারা কবে ৫জি পরিষেবা শুরু করবে।

উল্লেখজনক বিষয় হল, ভারতে প্রায় তিন বছর হল ফাইভজি স্মার্টফোন (5G Smartphone) বিক্রি করছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (Android Operating System) ব্যবহার করা মোবাইল নির্মাতা সংস্থাগুলি। ফাইভজি পরিষেবা ব্যবহারের জন্য শুধু মোবাইল হ্যান্ডসেট সক্ষম হলেই হল না, তার জন্য সফটওয়্যারও প্রয়োজন। তুলনামূলক দিক থেকে অ্যান্ড্রয়েড অনেক আগে ফাইভজি’র হাত ধরলেও, অ্যাপল ফাইভজি পরিষেবা আইফোন ১২ (iPhone 12) থেকে দিতে শুরু করেছে এ১৪ বায়োনিক চিপ (A14 Bionic Chip) ব্যবহার করার পর থেকে। কিন্তু, ভারতে যেহেতু ফাইভজি পরিষেবা চালু হয়নি, তাই এতদিন ৪জি সফটওয়্যার আপডেট (4G Software Update) দিয়ে আসত অ্যাপল। যেহেতু এয়ারটেল এবং জিও ভারতে ৫জি সেলুলার পরিষেবা দেওয়া শুরু করেছে, তাই আইওএস ১৬.২ আপডেটের জন্য অধীর অপেক্ষায় ছিলেন ভারতীয় আইফোন ইউজাররা। তবে, অ্যালফাবেট পরিচালিত গুগল (Alphabet Inc owned Google )-এর অ্যান্ড্রয়েড ওএস ব্যবহারকারী মোবাইল নির্মাতারা ইতিমধ্যেই ৫জি আপডেট পাঠাতে শুরু করে দিয়েছে। ফলে অ্যাপল আইফোন ইউজারদের অনেকটা সময় অপেক্ষা করতে হল তুলনায়।

পরিসংখ্যান বলছে, ১ অক্টোবর থেকে এখনও পর্যন্ত ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স জিও (Bharati Airtel and Reliance JIO)-র মতো টেলিকম অপারেটররা (telecom Operators) দেশের ৫০টি শহরে ৫জি কভারেজ (5G Coverage) প্রসারিত করেছে। উল্লেখনীয় বিষয় হল, ৩জি পরিষেবা থেকে ৪জি পরিষেবাতে উন্নিত করার সময় ঢেলে সাজাতে হয়েছিল সমস্ত প্রযুক্তি, কিন্তু ৪জি পরিষেবার প্রযুক্তির উপর ভর করেই ৫জি পরিষেবা তৈরি। ফলে বড় কিছু রদবদল আনতে হচ্ছে না। সেই কারণে দ্রুত শুরু করা যাবে ৫জি পরিষেবা। 

আইওএস ১৬.২ আপডেট যে সমস্ত অ্যাপল আইফোনকে ৫জি পরিষেবা সক্ষম করে তুলল, সেগুলি হল আইফোন ১২ সিরিজ (iPhone 12 Series), আইফোন ১৩ সিরিজ (iPhone 13 Series) এবং আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series)। এছাড়া, আইফোন এসই ২০২২ (iPhone SE 2022) ৫জি সক্ষম হয়ে উঠল সফটওয়্যার আপগ্রেড (Software Upgrade)-এর মাধ্যমে। । 

৫জি পরিষেবার সাহায্যে ডাউনলোড ও আপলোড হয়ে উঠবে সুপারফাস্ট (Super-fast Download and Upload) এবং অনলাইন স্ট্রিমিং ও রিয়েল-টাইম কানেক্টিভিটি আরও উন্নত হয়ে উঠবে (Better Online Streaming and Real-Time Connectivity)। প্রসঙ্গত, আইওএস ১৬.২ আপডেট আসায় বিশ্বে ৭০টির বেশি দেশে ৫জি পরিষেবা প্রসারিত হল। ইতিমধ্যেই ৬জি পরিষেবা (6G Service) নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে। ২০৩০ সাল নাগাদ সারা বিশ্বে সিক্সজি পরিষেবার আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা। ইতিহাসের পাতায় পিছন ফিরে তাকালে দেখতে পাবেন, ৪জি যুগ (4G Era) সবেচেয়ে বেশিদিন স্থায়ী হয়েছিল। ২০১০ সালে ৩জি থেকে ৪জি যুগে পদার্পণ, যদিও ২০১৩ সাল থেকে মূলত ৪জি পরিষেবা বেছে নিতে শুরু করেন মানুষ। 

(৫জি পরিষেবা পেতে আপনার মোবাইল ক্যারিয়ারের সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট ডেটা প্ল্যান যাচাই করুন) 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Trump-Zelenskyy | ট্রাম্প- জেলেনস্কি বৈঠক, কী হল? শুনুন বাংলায়
00:00
Video thumbnail
Trump-Zelenskyy | ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর এখন কী হচ্ছে হোয়াইট হাউসে? দেখে নিন সরাসরি
36:20
Video thumbnail
Bangla Bolche | Prasun Banerjee | কেন ইমপিচমেন্ট হওয়া উচিত নির্বাচন কমিশনারের?
03:03
Video thumbnail
Bangla Bolche | Sabyasachi Chatterjee | কমিশনকে কেন বিজেপির B-টিম বলছে বিরোধীরা?
01:42
Video thumbnail
Bangla Bolche | Prasun Banerjee | কমিশনকে কোন প্রশ্ন তৃণমূলের?
00:53
Video thumbnail
Yogendra Yadav | যোগেন্দ্র যাদবের কোন ১০ প্রশ্নে ফেঁ/সে গেল নির্বাচন কমিশন? দেখুন স্পেশাল রিপোর্ট
13:00
Video thumbnail
Politics | 'মানসিক চিকিৎসার ঢাল NRC করছে হাসপাতাল'
04:07
Video thumbnail
Politics | ইমপিচমেন্টের দাবী উঠল এবার নি/শা/নায় জ্ঞানেশকুমার
04:08
Video thumbnail
Trump-Zelenskyy | ট্রাম্প জেলেনস্কি বৈঠকের বিস্তারিত বিবরণ বাংলায় জানতে চোখ রাখুন এই লিংকে
04:24
Video thumbnail
ঘোষাল নামা | Ghosal Nama | হে/ন/স্থা হলে বাংলায় ফিরুন! পরিযায়ীদের জন্য নয়া প্রকল্প, দেখুন ঘোষালনামা
10:14