ওয়েব ডেস্ক: হিমাচলের পর মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর (Kashmir)। মৃত্যু মিছিলে বাড়ছে উদ্বেগ। এখনও পর্যন্ত ৪০ জনের প্রাণহানির খবর মিলেছে অসমর্থিত সূত্রে। উদ্ধার ১২০ জন। খোঁজ মেলেনি কমপক্ষে ২০০ জনের। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাতিল করা হয়েছে স্বাধীনতা দিবসের (Independence Day) একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এক্স হ্যান্ডলে পোস্ট করে অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত জানিয়েছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তবে ভাষণ এবং কুচকাওয়াজ হবে। দুর্যোগময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে গতকাল বৃহস্পতিবার দুর্যোগ নেমে আসে উপত্যকায়। মেঘভাঙা বৃষ্টিতে (Cloud Burst) বিপর্যস্ত কাশ্মীরের চাসোটি। সরকারিভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কথা নিশ্চিতভাবে না জানালো হলেও অসমর্থিত সূত্র অনুযায়ী, ৪০ জনের প্রাণহানি হয়েছে। মৃত্যুর খবর মিলেছে দুই সিআইএসএফ জওয়ানের। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: কমবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম: প্রধানমন্ত্রী
ভয়াবহে বিপর্যয়ে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ক্ষতিগ্রস্থ এলাকায় সব ধরনের সাহায্যের ঘোষণা করেছেন তিনি। অন্যদিকে, ঘটনায় শোকাহত পরিবারগুলিকে সমবেদনা জানিয়ে সফল উদ্ধার কাজের জন্য রাষ্ট্রপতি প্রার্থনা করেছেন দ্রৌপদী মুর্মু।
দেখুন অন্য খবর