বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে আগুন। মঙ্গলবার সকালে সেখানে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন। আগুন লাগার ফলে বাড়ির লোকজন বাইরে বেরিয়ে আসেন। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। তবে স্বাসকষ্টের সমস্যা থাকার কারণে আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন মদন মিত্র। প্রায় ১৫০ বছরের পুরোনো ভবানীপুরের এই বাড়ি, জানালেন তিনি। আগুন লাগার ফলে বাড়ির আসবাবপত্রের ক্ষতি হয়েছে। তবে বাড়ির সকলে প্রাণে বাঁচতে পেরেছে জেনে খুশি মদন মিত্র। তিনি দমকল মন্ত্রী সুজিত বসুকেও ধন্যবাদ জানিয়েছেন। কারণ আগুন লাগার কথা সুজিত বসুকে ফোন করে জানানোর কিছুক্ষণের মধ্যেই সেখানে দমকলের ইঞ্জিন এসে পৌঁছয়। দমকলের ৩টি ইঞ্জিনের চেষ্টায় আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানা গেছে।
Html code here! Replace this with any non empty text and that's it.