skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeCurrent NewsBangladeshi Arrest: আনন্দপুরে আত্মগোপন করে থাকা ২১ বাংলাদেশি গ্রেফতার

Bangladeshi Arrest: আনন্দপুরে আত্মগোপন করে থাকা ২১ বাংলাদেশি গ্রেফতার

Follow Us :

কলকাতা: কলকাতায় পুরভোটের আগে আনন্দপুরে অভিযান চালিয়ে ২১ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিস। কেন এই বাংলাদেশিরা কলকাতায় এসে আত্মগোপন করে ছিল, পুলিস তা তদন্ত করে দেখছে।

লখনউ এটিএস থেকে লালবাজারে ফোন করে এই ২১ বাংলাদেশির আত্মগোপন করে থাকার খবর দেওয়া হয়। তার ভিত্তিতে তদন্তে নামে লালবাজারের গুন্ডা দমন শাখা। ফোন লোকেশন ট্র্যাক করে আনন্দপুরে হানা দেয় গুন্ডা দমন শাখার একটি দল। গ্রেফতার করা হয় ২১ বাংলাদেশি নাগরিককে। কী উদ্দেশ্য নিয়ে এই বাংলাদেশিরা কলকাতায় এসেছে পুলিস তা খতিয়ে দেখছে।

গ্রেফতারের পর থেকে কয়েক দফায় জেরা করা হয়। ধৃতদের সঙ্গে জঙ্গিযোগ রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। এই ২১ জনের সম্পর্কে খোঁজখবর নিয়ে বাংলাদেশ পুলিসের সঙ্গেও যোগাযোগ করবে কলকাতা পুলিস।

পুরভোটের ঠিক আগে আগেই বৈধ কাগজ ছাড়া ২১ বাংলাদেশি ধরা পড়ায়, পুলিস নড়েচড়ে বসেছে। তবে, তাদের থেকে মিলিছে জাল আধার ও ভোটার কার্ড৷ বিশেষত, এর আগে খাস কলকাতায় জামাত জঙ্গিদের খোঁজ মেলায়, কলকাতা পুলিসের গোয়েন্দারা যথেষ্ট গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছেন। বাংলাদেশিদের কলকাতায় আসার সম্ভাব্য সবরকম কারণ তলিয়ে দেখা হচ্ছে।

লালবাজার সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া নথিগুলি ভুয়ো। কী ভাবে ও কাদের সাহায্যে তারা কলকাতায় বৈধ নথি ছাড়া ঘাঁটি গেড়েছে, সেই চক্রের সন্ধানে রয়েছে পুলিস। শহরে এদের সঙ্গী আরও কোনও বাংলাদেশি আত্মগোপন করে রয়েছে কি না, সেই অনুসন্ধানও চলছে।

RELATED ARTICLES

Most Popular