কলকাতা: ডিএ নিয়ে এবার চাঞ্চল্যকর প্রশ্ন তুললেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের হারে ডিএ (DA) বা মহার্ঘ ভাতা চাইছেন। সেই ঘটনায় প্রশ্ন তুললেন তিনি। তাঁর প্রশ্ন, রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ চাইলে রাজ্যের বিধায়করা কেন্দ্রীয় হারে কেন ভাতা পাবেন না? তিনি বলেন, ডিএ চাওয়ার জন্য মূল্য বৃদ্ধির যুক্তি দিচ্ছেন। তাহলে বিধায়করাও তো একই সমস্যায় রয়েছেন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো কি হাইকোর্টের বিচারপতিরা সমহারে ডিএ পাবেন? তবে রাজ্যকে আর এই পরামর্শ দিতে নারাজ তিনি। এই বিষয়ে তাঁর বক্তব্য, রাজ্যের এখন অনেক বড় বড় আইনজীবী আছেন। জানি না কেন তাঁদের বুদ্ধিতে এটা আসেনি, শোরগোল ফেলে দেওয়া মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে জমিসংক্রান্ত একটি মামলা চলাকালীন বুধবার এই মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
ডিএর দাবিতে পথে নামা রাজ্য সরকারি কর্মচারীদের বক্তব্য, দিন দিন কেন্দ্রীয় হারে ডিএর সঙ্গে রাজ্যের হারে ডিএর ফারাক বৃদ্ধি পাচ্ছে। তা বেড়ে ৩৫ শতাংশ হয়েছে। তিন শতাংশ ডিএ রাজ্য সরকার ঘোষণা করায় ৩২ শতাংশ ফারাক থাকছে। এরপর কেন্দ্রীয় সরকার আরেক দফা ডিএ ঘোষণা করলে ফারাক আরও বেড়ে যাবে। ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মীরা পেন ডাউন করা, অবস্থানে বসার মতো আন্দোলনে নেমছেন ডিএর দাবিতে। তারই মধ্যে এদিন এই বার্তা দেন কল্যাণ। রাজ্য সরকারি কর্মীদের বক্তব্য, ডিএ তাঁদের অধিকার।বকেয়া ডিএ অবিলম্বে মেটাতে হবে। এই বিষয়ে আদালতে মামলাও চলছ।
আরও পড়ুন:Firhad Hakim: ২৩, ২৪ শে কলকাতা পুরসভায় কর্মবিরতির ডাক, কড়া ব্যবস্থার হুমকি মেয়রের
ডিএ না দিলে রাজ্য সরকারি কর্মীরা পঞ্চায়েত ভোট কাজ করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছিল কর্মচা্রী সংগঠন। তার পরে বাজেট প্রস্তাব পেশের সময় ৩ শতাংশ ডিএ ঘোষণা্ হয়।