কলকাতা: রাজ্যাভিষেক হল রাজা তৃতীয় চার্লসের (King Charles III)। ৭৩ বছর বয়সে ব্রিটেনের সিংহাসনে বসলেন তিনি। এর আগে ব্রিটিশ রাজ পরিবারে রাজা ও রানির অভিষেক হয়েছিল ১৯৩৭ সালে। কলকাতা (Kolkata) তখন ব্রিটিশ উপনিবেশের এক গুরুত্বপূর্ণ শহর। ঔপনিবেশিকতার সবথেকে বেশি ছাপ পড়েছিল এই শহরেই, কারণ কলকাতাই দীর্ঘ সময় ধরে ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। আজও ব্রিটিশ আমলের ছাপ দেশের অন্যান্য শহরের থেকে বেশি এখানেই। কিন্তু রাজা তৃতীয় চার্লসের অভিষেক নিয়ে তিলোত্তমার বাসিন্দাদের কোনও মাথাব্যথাই নেই।
অভিষেক অনুষ্ঠান নিয়ে শহরের মানুষের প্রতিক্রিয়া জানতে চেয়েছিল এক সর্বভারতীয় সংবাদমাধ্যম। তাতে দেখা যাচ্ছে, রানির দ্বিতীয় এলিজাবেথের (Rani Elizabeth II) মৃত্যু নিয়ে তবু কিছু অংশের মানুষ আবেগ প্রকাশ করেছিলেন, কিন্তু চার্লসের সিংহাসনে বসা নিয়ে কারও আগ্রহ নেই। এক অবসরপ্রাপ্ত অধ্যাপক জানিয়েছেন, রানির প্রতি কলকাতার মানুষের যে শ্রদ্ধা ছিল তার কণামাত্র নেই নতুন রাজার প্রতি। এর জন্য যেমন প্রথম স্ত্রী ডায়ানার প্রতি আচরণ, ডায়ানার মৃত্যু এবং সবশেষে ক্যামিলাকে বিয়ে, এই সমস্ত কিছু চার্লসের বিরুদ্ধে গিয়েছে।
আরও পড়ুন: EPL | Man City | ইপিএল জয়ের আরও কাছে যেতে নামছে ম্যান সিটি, আর্সেনালের সম্বল প্রার্থনা
১৭৫৭ সালে পলাশির যুদ্ধে লর্ড ক্লাইভের জয়ের অন্যতম অবদানকারী রাজা নবকৃষ্ণ দেবের উত্তরসূরি কৃষ্ণা রাজেশ্বরী মিত্র বলছেন, আমার কাছে কি চার্লসের অভিষেক গুরুত্ব রাখে? না, কারণ তিনি ভারতের জন্য কী ভালো করবেন তা নিয়ে সন্দেহ আছে। তবে বর্তমান রানির (ক্যামিলা) প্রাক্তন স্বামী অ্যান্ড্রু পার্কার বোলসকে আমন্ত্রণ জানানোটা আমার ভালো লেগেছে। তবে যুবরানি ডায়ানা বেঁচে থাকলে কি তাঁরা ডাকতেন? এটা স্পষ্ট, ডায়ানার রহস্যজনক মৃত্যুতে মহানগরের বহু মানুষ দুঃখ পেয়েছেন। আর এলিজাবেথের মতো জনপ্রিয় চার্লস কোনওদিনই ছিলেন না।
??? ???????? ?? ??? ????
The Archbishop of Canterbury places St Edward’s Crown on The King’s anointed head. The clergy, congregation and choir all cry ‘God Save The King’.#Coronation pic.twitter.com/kGrV3W0bky
— The Royal Family (@RoyalFamily) May 6, 2023
প্রসঙ্গত, আর যুবরাজ নন, চার্লস হয়ে উঠেছেন রাজা তৃতীয় চার্লস (King Charles III)। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবে-তে (Westminster Abbey) তাঁর মাথায় উঠল ৩৬০ বছর পুরনো রাজমুকুট। এই অনুষ্ঠানের পরেই রানি হিসেবে অভিষিক্ত হবেন চার্লসের স্ত্রী ক্যামিলা (Camilla)। রাজ্যাভিষেক অনুষ্ঠানের সাক্ষী হতে দেশ-বিদেশ থেকে সম্মানীয় অতিথিরা উপস্থিত হয়েছিলেন। পৌঁছে গিয়েছিলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) না গেলেও তাঁর স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন গিয়েছেন, সঙ্গে তাঁর নাতনি ফিনেগান।
ডায়মন্ড জুবিলি স্টেট কোচে চেপে আবে-তে পৌঁছলেন তৃতীয় চার্লস এবং ক্যামিলা, সেই গাড়ি টানল ছটি উইন্ডসর গ্রে ঘোড়া। ১৯৩৭ সালের পর ব্রিটেনের প্রথম রাজা হলেন ৭৩ বছর বয়সি চার্লস। এই বংশে সবথেকে বেশি বয়সে রাজা হলেন তিনি। চার্লস যে অবশেষে সিংহাসনে বসার সুযোগ পাচ্ছেন, তা নিশ্চিত হয়ে যায় গত বছর সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) মৃত্যুর পর। ৭০ বছর ২১৪ দিন ‘রাজত্ব’ করার পর ৯৬ বছর বয়সে মৃত্যু হয় রানির।