কলকাতা: লাইন মেরামতির কাজ শেষ হয়েছে ২৪ ঘণ্টারও বেশি সময় আগে। তবুও স্বাভাবিক হয়নি দক্ষিণ-পূর্ব রেলের দূরপাল্লা ট্রেন (Train) চলাচল। মঙ্গলবার রাত পর্যন্ত ওই লাইনের ২১টি ট্রেন বাতিল করা হয়েছিল।
বাতিল ট্রেনের মধ্যে রয়েছে, আপ ও ডাউন শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস, আপ ও ডাউন হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস, শালিমার-চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস, হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, ভদ্রক-হাওড়া এক্সপ্রেস, ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, আপ ও ডাউন খড়গপুর-খুরদা রোড এক্সপ্রেস, শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন।
আরও পড়ুন:Municipality Scam | CBI | দিনভর টানা সিবিআই তল্লাশি একাধিক পুরসভায়
এদিকে ঘুরপথে বহু ট্রেন দক্ষিণ ভারতের দিকে যাওয়ায় তার রেকও যথাসময়ে আসবে না জেনে বুধবারও বহু ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। বুধবার ১২টি ট্রেন বাতিল থাকছে।
প্রসঙ্গত, করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express) ভয়াবহ দুর্ঘটনার পর পুনরায় নতুন করে রেললাইন পাতা হয়েছে। রবিবার রাতে সবেমাত্র নতুন লাইন দিয়ে মালগাড়ির ট্রায়াল রান হয়েছে। সোমবার সকালেও বন্দে ভারত-সহ বেশ কিছু ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে এখনও রেললাইনের কাজ সম্পূর্ণ হয়নি। বৈদ্যুতিকরণের কাজ চলছে। বালেশ্বর (Balasore) লাইনে ট্রেন চলাচল শুরু হলেও পরিষেবা এখনও স্বাভাবিক হয়নি। নির্দিষ্ট গতির তুলনায় ধীরে চলছে ট্রেনগুলি।
গত শুক্রবার সন্ধ্যায় বালেশ্বর থেকে ৪০ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের অদূরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। মালগাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে বেলাইন হয়ে যায় আপ করমণ্ডল এক্সপ্রেস। ইঞ্জিন-সহ ৩টি বগি বাদ দিয়ে বাকি কামরাগুলি একেবারে দুমড়ে-মুচড়ে চারদিকে ছিটকে পড়ে। সেই সময় ডাউন লাইনে যশবন্তপুর এক্সপ্রেস চলে আসায় সেটিও ক্ষতিগ্রস্ত হয়। তারপর সময় যত এগোয়, ততই হতাহতের সংখ্যা বাড়তে থাকে।