কলকাতা: আগের দিনেও চোখ রাঙাচ্ছিল নিম্নচাপের ভ্রুকুটি। দুই দিনের তীব্র বৃষ্টিপাত দেখা যাচ্ছে না ভোটের দিন। সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাত নেই। আগের দুই দিনের থেকে আজ আবহাওয়া অনেকটাই ভালো। ভোটের দিন সাত সকালেই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন ভবানীপুরের নবতিপর বৃদ্ধা।
লক্ষ্মীবার ভোটের দিন সকালে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে দেখা গেল ওই বৃদ্ধাকে। বয়স পার করে ফেলেছে সাড়ে চার কুড়ি। ব্রিটিশ জমানা দেখেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধও দেখেছেন। স্বাধীন ভারতের প্রথম ভোটেরও সাক্ষী ছিলেন তিনি। সেই ব্যক্তি ভোটাধিকার প্রয়োগ করলেন ভবানীপুর উপনির্বাচনে। বার্ধক্যজনিত কারণে একা বুথে যাওয়ার ক্ষমতা নেই। তাই একজনের সাহায্য নিয়ে বুথে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তিনি।
আলোচিত ব্যক্তির নাম মনোভাসিনী চক্রবর্তী। ৯০ বছর বয়সী ওই বৃদ্ধা ভবানীপুরের ভোটার। বৃহস্পতিবার সাত সকালে মিত্র ইনস্টিটিউশনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি। ভোট দিয়ে বুথে বাইরে এসে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে হাতে ভোটের কালি লাগানো আঙুল দেখিয়ে পোজ দিয়েছেন তিনি।

এদিন সকাল সাড়ে ৬টা থেকে রাজ্যের তিন কেন্দ্রে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্রে চলছে উপনির্বাচন। মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে চলছে বিধানসভা নির্বাচন। এর মধ্যে ভবানীপুরের উপনির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ ওই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর থেকেই সমগ্র ভারত দখলের লড়াই শুরু করার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।