কলকাতা: শহরে এবার মোবাইল চুরির অপবাদ দিয়ে শেখ শামিম নামে এক যুবককে পিটিয়ে খুন করা হল। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনার তদন্ত শুরু করেছে নারকেলডাঙ্গা থানা।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। সেদিন নারকেলডাঙ্গা খালের ধারে শামিমের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিস। তদন্তের স্বার্থে মৃতদেহ পাঠানো হয় ময়নাতদন্তে। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তদন্তে নামে নারকেলডাঙ্গা থানা পুলিস।
ঘটনার মোড় ঘুরতে থাকে শুক্রবার থেকেই। মৃত যুবকের বাড়ি ক্যানাল ইস্ট রোডের একটি বস্তিতে। শুক্রবার মৃতের মা শেখ মীনার মোবাইলে একটি ফোন আসে। সেই ফোনে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি জানান, শামিম আমার মোবাইল চুরি করেছে। সেই জন্যই তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এই কথা শুনে মৃত যুবকের মা ভয় পেয়ে যান। যান নারকেলডাঙ্গা থানায়। তিনি পুরো বিষয়টি পুলিসকে বলেন।
আরও পড়ুন: Seer Rape Threat: তিনি অনুতপ্ত-ক্ষমাপ্রার্থী, ঢোক গিললেন ধর্ষণের নিদান দেওয়া সন্ত বজরং
ছেলেকে পিটিয়ে মারার অভিযোগ দায়ের করেন তিনি। পুলিস সেই ফোনের কল ট্র্যাক করে শহরের বিভিন্ন জায়গা থেকে শুক্রবার এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে। আরও কোনও ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখতে ধৃতদের জেরা করা হচ্ছে।