কলকাতা: বেশ কিছু লোকসভা আসনকে চিহ্নিত করে পর্যবেক্ষক নিয়োগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি রবিবার ভার্চুয়াল বৈঠকে বেশ কিছু নির্দেশও দিয়েছেন দলের নেতাদের। ৪২টি লোকসভা আসনের প্রার্থী, জেলা সভাপতি এবং গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে রবিবার ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূলের সেনাপতি। সূত্রের খবর, সেই বৈঠকেই অভিষেক পর্যবেক্ষকদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন তিনি।
জানা গিয়েছে, যে সব আসন গত বার জিতেছিল, এবং তৃণমূলের জেতা যে সব আসনে ব্যবধান কম ছিল, সেগুলিতেই গণনার জন্য পৃথক ভাবে পর্যবেক্ষক নিয়োগ করেছেন অভিষেক। পাশাপাশি পর্যবেক্ষকদের নিশ্চিত করতে হবে, গণনাকেন্দ্রে তৃণমূলের প্রার্থী এবং এজেন্টরা যাতে শেষ পর্যন্ত থাকেন।
কোন লোকসভা কেন্দ্রের জন্য কোন নেতাকে পর্যবেক্ষক করা হয়েছে?
সূত্রের খবর, আরামবাগের গণনার পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে শান্তনু সেনকে। রাজীব বন্দ্যোপাধ্যায় দেখবেন তমলুকের গণনা। উলুবেড়িয়ায় দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী পুলক রায়কে। মেদিনীপুরের দায়িত্বে পাঠানো হয়েছে জয়প্রকাশ মজুমদারকে। ঘাটালের জন্য জোড়া দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া এবং পিংলার বিধায়ক অজিত মাইতিকে। ইন্দ্রনীল সেনকে দায়িত্ব দেওয়া হয়েছে হুগলি লোকসভার।
অন্যদিকে, রবিবারের ভার্চুয়াল বৈঠকে অভিষেক এক্সিট পোলকে নস্যাৎ করে দিয়েছেন বলেও খবর।