কলকাতা: রাজ্যপাল (Governor) দেখা না করা পর্যন্ত টানা অবস্থান চলবে। নিজে একটানা অবস্থানে বসে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনই জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার তিনি বলেন, রাজ্যপালকেও জিজ্ঞেস করতে চাই কোন আইনের কোন ধারায় এই ২০ লাখ মানুষের টাকা আটকে রেখেছেন। ইডি (ED) নোটিস (Notice) দিচ্ছে আমাকে। আমি পালাইনি। কিন্তু বিজেপি নেতা নেত্রীরা পালাচ্ছে। রাজ্যপাল দেখা না করা পর্যন্ত এখানে ধরনা চলবে। আমি রাতে এখানেই থাকব। আজ রাত ৯টা পর্যন্ত। কাল সকাল ১১টা থেকে ফের কর্মসূচি শুরু হবে। তৃণমূলের তরফে স্লোগান তোলা হয়, জমিনদার বিজেপি হটাও, দেশ বাঁচাও। বাংলার প্রতি বিমাতৃসুলভ ব্যবহার করা হচ্ছে।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার রাজভবন (Rajbhawan) অভিযান করে তৃণমূল (TMC)। বৃহস্পতিবার রবীন্দ্রসদন চত্বরে জড়ো হয় তৃণমূলের কর্মী সমর্থকেরা। সেখান থেকে মিছিল শুরু হয়। মিছিলে যোগ দেন তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদেরা। পরে ওই মিছিলে (Procession) যোগ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিল করে গিয়ে রাজভবনের সামনে জড়ো হন তৃণমূলের নেতা কর্মীরা। সেখানে মঞ্চ তৈরি করা ছিল। সেখানে বক্তব্য পেশ করেন তৃণমূলের নেতারা।
আরও পড়ুন: মেখলিগঞ্জে বন্যা পরিদর্শন রবীন্দ্রনাথের
কেন্দ্রের কাছে ১০০ দিনের কাজের বকেয়া ও আবাস যোজনার টাকার দাবিতে দিল্লি গিয়েছিল তৃণমূল। সেখানেই এই রাজভবন অভিযানের ঘোষণা হয়। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবন চলো মিছিল হয়েছে। মিছিলে ভালো ভিড় দেখা গিয়েছে। যখন মিছিল চলছে সেসময় উত্তরবঙ্গে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তৃণমূল জানিয়েছে তাঁরা রাজ্যপালের কাছে সময় চেয়েছিল। কিন্তু রাজ্যপাল জানিয়ে দেন তিনি উত্তরবঙ্গে থাকবেন।
আরও খবর দেখুন