কলকাতা: আজ শনিবার মহাসপ্তমী (Saptami)। নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু হয়েছে সপ্তমীর পূজা (Durga Puja 2023)। হাওড়ারও গঙ্গার ঘাটগুলিতে সকাল থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
সপ্তমীর সকালে কলা বউয়ের স্নানপর্ব চলছে গঙ্গার ঘাটগুলিতে। মঙ্গলশঙ্খ, কাঁসর ঘণ্টা, ঢাকের বাদ্যিতে সাতসকালে শুরু হয়েছে কলা বউয়ের স্নান। কলা বউয়ের মঙ্গল স্নানের মধ্য দিয়েই শুরু হয়েছে সপ্তমীর পুজো। হাওড়ার বিভিন্ন গঙ্গার ঘাটে বাড়ির পুজো এবং বারোয়ারি পুজোর উদ্যোক্তারা কলা বউ স্নান করাতে এসেছেন ভোর থেকেই।
আরও পড়ুন: ষষ্ঠীর রাতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু নির্দল প্রার্থীর স্বামীর
সপ্তমী সকালে নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু মূল পুজো। ভোরবেলা থেকে গঙ্গার ঘাটে চলছে নবপত্রিকা স্নান। কলা, বেল, কচু, হলুদ, অশোক, জয়ন্তী, দাড়িম, ধান ও মান এই ন’টি গাছের পাতা আক্ষরিক অর্থে একত্রে নবপত্রিকা। দুর্গা এখানে প্রকৃতির প্রতীক স্বরূপ। ৯টি গাছের একত্রিত রূপ নবপত্রিকা হিসেবে পুজো করা হয়। অন্যদিকে নবপত্রিকা দুর্গার ন’টি আলাদা রূপ হিসেবেও বর্ণিত হয়েছে।
দেখুন আরও অন্যান্য খবর: